৬ষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক পরীক্ষার রুটিন ডাউনলোড করুন ২০২৩

 

Class 6 Final Exam Routine 2023


প্রিয়,

ষষ্ট শ্রেণির শিক্ষার্থীবৃন্দ !

তোমাদেরকে আমাদের ওয়েবসাইট iStudyMaterials এ স্বাগত জানাচ্ছি ।

ইতিমধ্যে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

প্রকাশিত রুটিন অনুযায়ী ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের বার্ষিক 

পরিক্ষার মূল্যায়ন শুরু হবে: ১৫ নভেম্বর, ২০২৩ তারিখ

পরিক্ষার মূল্যায়ন শেষ হবে: ২৮ নভেম্বর, ২০২৩ তারিখে।

এই রুটিন মূলত দুইটি আলাদা সেকশনে ভাগ করা হয়েছে।

১মত ৫ নভেম্বর থেকে শুরু ১৪ নভেম্বরের মধ্যে ছাত্রদের প্রস্তুতিমূলক সেশন অনুষ্ঠিত হবে। এরপরে ১৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বরে ছাত্রদের চূড়ান্ত মূল্যায়ন করা হবে।

৬ষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন ২০২৩

১৫/১১/২০২৩, বুধবার — ডিজিটাল প্রযুক্তি

১৬/১১/২০২৩, বৃহস্পতিবার — ধর্ম (সকল)

১৯/১১/২০২৩, রবিবার — বিজ্ঞান

২০/১১/২০২৩, সোমবার — ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

২১/১১/২০২৩, মঙ্গলবার — শিল্প ও সংস্কৃতি

২২/১১/২০২৩, বুধবার — বাংলা

২৩/১১/২০২৩, বৃহস্পতিবার — জীবন ও জীবিকা

২৬/১১/২০২৩, রবিবার — গণিত

২৭/১১/২০২৩, সোমবার — স্বাস্থ্য সুরক্ষা

২৮/১১/২০২৩, মঙ্গলবার — ইংরেজি

অন্যান্য সাধারণ নির্দেশনা

১। শিক্ষক সর্বদা লক্ষ্য রাখবেন যে কোন বিষয়ের শ্রেণির বাইরের কাজ যেন অন্য আরেকটি বিষয়ের শ্রেণি সময়কে প্রভাবিত করতে না পারে । অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টের ক্লাসের বাইরের কাজ যেন ডিজিটাল প্রযুক্তির পর যে ক্লাসের সেশন পরিচালিত হওয়ার কথা সে বিষয়ের সময়কে প্রভাবিত না করে। মূলকথা হলো শিক্ষককে , সকল বিষয়ের সেশন যথাসময়ে সঠিক পরিকল্পনামাফিক সম্পন্ন করতে হবে।

২। ‘নিজে নিজে পড়ি’, ‘সরবে পড়ি’, ‘নিরবে পড়ি’, ‘দলগতভাবে পড়ি’ এই ধরণের পাঠগুলো শিক্ষককে নিজে পড়ে বুঝিয়ে দিতে হবে এবং শিক্ষক চাইলে শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন। এর মাধ্যেমে সেশনের সময় সংক্ষেপ করা সম্ভব যাবে এবং প্রয়োজনে পরের সেশনের কিছু কাজ আগের সেশনে সম্পন্ন করা ফেলা যাবে। এভাবে শিক্ষক চাইল তার সুবিধা অনুসারে কেবলমাত্র কিছু কিছু ক্ষেত্রে ৩টি সেশনের কাজ ২টি সেশনের মাঝে শেষ করে একটি সেশন কমিয়ে নিতে পারবেন ।

৩। দুর্যোগসহ অন্যান্য যে কোনো কারনে যদি বিদ্যালয় খোলা সম্ভব না হয় ,সেক্ষেত্রে শিক্ষক আগে থেকেই বাড়ির কাজ, টিম ওয়ার্ক (দলীয় বাড়ির কাজ), তথ্য সংগ্রহ এই ধরণের যাবতীয় কাজগুলো শিক্ষার্থীদের বুঝিয়ে দিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে পারেন যেন পূর্বপরিকল্পনা মাফিক সব সেশন শেষ করা সম্ভব যায়।

৪। কোন কিছু উপস্থাপনের সময় অবশ্যই দলের অংশগ্রহণের বিষয়টা নিশ্চিত করতে হবে। দলের সকল ছাত্র-ছাত্রীদের যাচাই করার উদ্দেশে সবাইকে অল্প সময়ের জন্য হলেও উপস্থাপনের সুযোগ দিতে হবে। সেশনের সময় কমানোর নিমিত্তে দলের কোন সদস্যের অংশগ্রহণের সুযোগ নষ্ট করা যাবে না।

৫। শিখন অভিজ্ঞতা অনুযায়ী শ্রেণিকার্যক্রম পরিচালনার লক্ষ্যে অবশ্যই শিক্ষক সহায়িকা অনুসরণ করতে হবে।

৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার রুটিন PDF

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url