প্রাচীন সিন্ধু সভ্যতা গুরুতূপূর্ণ MCQ দেখুন


প্রাচীন সিন্ধু সভ্যতা থেকে গুরুতূপূর্ণ  MCQ দেখুন


নিচের লেখাগুলো পড়ুন

প্রাচীন সিন্ধু সভ্যতা  

১. ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পুরোনো সভ্যতা কোনটি ?  - সিন্ধু সভ্যতা

২. সিন্ধু সভ্যতার নামের উৎপত্তি কিভাবে ?  - সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠার মাধ্যমে  

৩. কোন জনগোষ্ঠী শহর  গড়ে তুলেছিল ? -  সিন্ধু জনগোষ্ঠী 

৪. সিন্ধু সভ্যতার শ্রেষ্ট শহর কোনগুলো ? - হরপ্পা ও মহেঞ্জোদারো  

৫.  হরপ্পা নগর কোথায় গড়ে উঠেছিল ? - সিন্ধু  উপনদী রাভীর তীরে 

৬.  সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে কি বলা হয়  ? হরপ্পা সংস্কিতি বা হরপ্পা সভ্যতা 

৭. মহেঞ্জোদারো  নগরী কোথায় গড়ে উঠেছিল ? - সিন্ধু নদের তীরে 

৮. মহেঞ্জোদারো  শব্দের সিন্ধি অর্থ কি ? - মৃতের ঢিভি 

৯. শহর বা নগরক্রেন্দিক থাকায় মহেঞ্জোদারো   কি বলা হয় ? - নাগর সভ্যতা 

১০. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ? - ব্রোন্জ যুগের সভ্যতা 

১১. সিন্ধু সভ্যতার সময়কাল ? - ৩৫০০  খিস্টপূর্বাব্দ -১৫০০ খিস্টপূর্বাব্দ  

১২. সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল করা ? - দ্রাবিড় জাতি 

১৩. কে সর্বপ্রথম হরপ্পা লিপির লেখা পাথরের সিলমোহর আবিষ্কার করেন ? - ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা  আলেক্সজান্ডার ব্র্যানিং হ্যাম (১৮৭৫ সালে )   

১৪. পাকিস্তানের প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার কে করেন ? - দয়ারাম সাহানী (১৯২১ সালে )   

১৫. দয়ারাম সাহানী পাকিস্তানের কোন জায়গায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন ? - বর্তমানে পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলার হরপ্পা নামক স্থানে

১৬. পাকিস্তানে  মহেঞ্জোদারো  নগরী ধ্বংসাবশেষ  আবিষ্কার করেন কে ? - বাঙ্গালির  প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায়  

১৭. মহেঞ্জোদারো নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় কোন  স্থানে ? - পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো নগরীর ধ্বংসাবশেষে।

১৮. মহেঞ্জোদারো নগরীর ধ্বংসাবশেষে অপত্যাশিতভাবে বেরিয়ে আসে ? - তাম্রযুগের নিদর্শন

১৯. ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক ছিলেন? - স্যার জন মার্শাল

২০. সিন্ধু সভ্যতার আবিষ্কারে কোন তিনজন প্রত্নতাত্ত্বিক ভূমিকা রেখেছিলেন? - কাশীনাথ দীক্ষিত , ননী গোপাল মজুমদার এবং স্যার মার্টিমার হুইলার

২১. সিন্ধু সভ্য়তার বেশিরভাগ  লোক কাজ করতো ? - কৃষি 

২২. অভিজাত ও নগরাঞ্চলীয় সংস্কৃতির প্রমান পাওয়া যায়? সিন্ধু সভ্যতায় 

২৩. পাকা নর্দমা এবং রাস্তার পাশে ২/৩তলা বাড়ি ছিল কোন শহরে ? - হরপ্পা ও মহেঞ্জোদারো শহরে 

২৪. চৌবাচ্চা, গোসলখানা, কূপ ছিল প্রতিটি বাড়িতে কোন  সভ্যতায় ? - সিন্ধু সভ্যতায় 

২৫. দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেচিলো ? - সিন্ধু সভ্যতার অধীবাসীরা 

২৬. দ্রব্য ওজনের জন্য বিভিন্ন পণ্যের পরিমাপের বাটখারা ব্যবহার করতো? - সিন্দু সভ্যতায় 

২৭. দ্রব্য ওজনের জন্য বিভিন্ন রকমের স্কেল ব্যবহার করতো কারা ? - সিন্ধু সভ্যতার অধীবাসীরা 

২৮. হার ও পাথরের তৈরি সিলমোহর পাওয়া গেছে? - মহেঞ্জোদারো ও হরপ্পায় 

২৯. সিন্ধু সভ্যতার পাওয়া মাটির পাত্র মিল আছে ? - মেসোপটেমিয়ার মাটির পাত্রের সাথে 

৩০. সিন্ধুর সিল পাওয়া গিয়েচিলো কোন প্রত্নতত্ব স্থানে ?  সুমেরীয় সভ্যতার বিভিন্ন প্রত্নতত্ব স্থানে 




এবার নিজে চেষ্টা করুন
Question 1: দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ণ-
A) সিন্ধু অববাহিকা
B) গঙ্গেয় অববাহিকা
C) মেঘনা অববাহিকা
D) কাবেরী অববাহিকা
Explanation: দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ণ সিন্ধু অববাহিকা


Question 2: সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? 
A) গঙ্গা
B) কালিন্দী
C) সিন্ধু
D) যমুনা
Explanation: সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত 


Question 3: হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত? 
A) ক্যালডীয় সভ্যতা
B) অ্যাসিরীয় সভ্যতা
C) সিন্ধু সভ্যতা
D) ইনকা সভ্যতা
Explanation: হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে সিন্ধু সভ্যতা হিসাবে পরিচিত।


Question 4: হরপ্পা কোথায় অবস্থিত? 
A) ভারত
B) পাকিস্তান
C) আফগানিস্তান
D) কোনোটিই না
Explanation: হরপ্পা অবস্থিত পাকিস্তানে 



Question 5: মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? 
A) পাঞ্জাব প্রদেশে
B) সিন্ধু প্রদেশে
C) আফগানিস্থানে
D) পেশোয়ার প্রদেশে
Explanation:  মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু প্রদেশে অবস্থিত


Question 6: সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
A) তাম্র যুগের
B) আর্য যুগের
C) সুমেরীয় যুগের
D) শহরভিত্তিক যুগের
Explanation: সিন্ধু সভ্যতা তাম্র যুগের যুগের সভ্যতা


Question 7: মহেঞ্জোদারো শব্দটির অর্থ-?
A) মৃতের ঢিবি
B) মৃতের ডিপি
C) মৃতের টিবি
D) মৃতের ঢিপি
Explanation: মহেঞ্জোদারো শব্দটির অর্থ মৃতের ঢিবি


Question 8: Mohenjo-daro & Harappa civilization is nearly:/ মহেঞ্জোদারো ও
হরপ্পা সভ্যতা প্রায়- 
A) Two thousand years old (দুই হাজার বছরের প্রাচীন)
B) Three and half thousand years old (সাড়ে তিন হাজার বছরের প্রাচীন)
C) One thousand years old (এক হাজার বছরের প্রাচীন)
D) One and half thousand years old (দেড় হাজার বছরের প্রাচীন)
Explanation: মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা প্রায়- সাড়ে তিন হাজার বছরের প্রাচীন 





Question 9: সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না? 
A) প্রশাসনিক ব্যবস্থা
B) জল নিষ্কাশন ব্যবস্থা
C) লিখন পদ্ধতি
D) লোহার অস্ত্র
Explanation: সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার অস্ত্র ব্যবহার জানতো না 



Question 10: সিন্ধু সভ্যতা কোন যুগের?
A) Stone Age
B) Bronze Age
C) Armenian Age  
D) Iron Age
Explanation: সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের।






Question 11: কত খ্রিষ্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়?
A) ১৫০০
B) ২৭৫০
C) ১২৮০
D) ৩০০০
Explanation: ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়



Question 12: সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা –
A) আর্যগণ
B) কৃষাণগণ
C) শকগণ
D) দ্রাবিড়গণ
Explanation:  সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা –দ্রাবিড়গণ


Question 13: সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে?
A) ১৯২০ সালে
B) ১৯২২ সালে
C) ১৯২৯ সালে
D) ১৯৩২ সালে
Explanation: সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় ১৯২২  সালে


Question 14: সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন?
A) রমেশচন্দ্র মজুমদার
B) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
C) এ. এইচ. দাসী
D) কানিংহাম
Explanation: সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়


Question 15: কোন নৃ-তাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? 
A) আলেকজান্ডার গ্রাহাম বেল
B) আলেকজান্ডার ক্যানিংহাম
C) আলেকজান্ডার ফ্লেমিং
D) আলেকজান্ডার ম্যাডিসন
Explanation: আলেকজান্ডার ক্যানিংহাম  সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন


Question 16: সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?
A) আইন ও প্রশাসন
B) লিখন পদ্ধতি
C) পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
D) শিল্পকলা ও স্থাপত্য
Explanation: সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা


Question 17: সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি?
A) মৃৎ পাত্র
B) পুতুল
C) সীল মোহর
D) ভাস্কর্য
Explanation: সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন সীল মোহর


Question 18: প্রাচীন কোন সভ্যতা দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
A) ব্যাবিলন
B) গ্রিস
C) মিশর
D) চীন
Explanation: প্রাচীন ব্যাবিলন সভ্যতার দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়।


Question 19: তালিকা-১: (সভ্যতা)-(ক) মহেঞ্জোদারো (খ) মিসরীয় (গ) চৈনিক (ঘ) বার্মা
তালিকা-২: (সম্পৃক্ত নদী)- (১) নীল (২) ইয়াংসি (৩) সিন্ধু (৪) ইরাবতী 
প্রশ্ন: তালিকা-১ (সভ্যতা) এর ক্রমানুসারে তালিকা-২ (সম্পৃক্ত নদী) মিলবে কোন নম্বর সেটটিতে?
A) ৪, ২, ৩, ১
B) ৩, ১, ২, ৪
C) ৩, ১, ৪, ২
D) ৩, ২,১, ৪
Explanation: b.৩, ১, ২, ৪





Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%


আরো পড়ুন :  টপিক ১ : মানব সমাজের বিবর্তন( প্রস্তর যুগ ,ধাতুর যুগ ও নৃগোষ্ঠী) নিয়ে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ২ : মানব সমাজের বিবর্তন (সভ্যতার উত্তরণ ও মেসোপটেমিয়া সভ্যতা - সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় ,ক্যালডীয়) নিয়ে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ৩ : প্রাচীন মিশরীয় সভ্যতা (মানব সমাজের বিবর্তন) থেকে গুরুতূপূর্ণ MCQ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
4 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Sun flowers
    Sun flowers December 19, 2023 at 9:45 PM

    Thanks

    • iStudyMaterials
      iStudyMaterials December 20, 2023 at 7:51 AM

      Welcome.. stay with us ❤️

  • Movies & Drama, Web-series Review
    Movies & Drama, Web-series Review December 20, 2023 at 1:01 AM

    Thanks for Sharing 🌸

    • iStudyMaterials
      iStudyMaterials December 20, 2023 at 7:52 AM

      You are Welcome.. Stay with us ❤️

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url