মেসোপটেমিয়া সভ্যতা - সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় ,ক্যালডীয় নিয়ে গুরুতূপূর্ণ MCQ



নিচের লেখাগুলো পড়ুন


১.সভ্যতা বলতে কি বোঝায় ? সংস্কিতির  উন্নতির অবস্থা  

২.কয়েকটি  নদ-নদীর অববাহিকা ছিল- :  প্রাচীন সভ্যতার পাঠস্থান    

৩. "Culture is what we are and civilization is what we use or  have" এটি  কার উক্তি  ?- ম্যাকাইভার   

৪.মানব সভ্যতার শুরু হয় কিভাবে ? : আগুন ও হাতিয়ার এর ব্যবহারের এর মাধ্যমে 



মেসোপটেমিয়া সভ্যতা 

১.বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল   ? - মেসোপটেমিয়ায় 

২.মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?  ইরাকে টাইগ্রিস (অন্য নাম দজলা ও ইউফ্রেটিস অন্য নাম ফোরাত নদীর উর্বর তীরঞ্চলে এই  সভ্যতা গড়ে উঠেছিলো।  

৩. মেসোপটেমিয়া হচ্ছে একটি - গ্রিক শব্দ (অর্থ : দুই নদীর মধ্যবর্তী ভূমি )  

৪.মেসোপটেমিয়া সভ্যতার অংশ ছিল কোন দেশগুলো ? : - আধুনিক তুরস্ক,সিরিয়া,ইরান,ইরাক,কুয়েত,(বর্তমানে বেশিরভাগ  ইরাকে অবস্থিত)

৫.মেসোপটেমিয়া সভ্যতা কত সালে গড়ে উঠেছিল ? খিস্টপূর্ব ৫০০০ অব্দে

৬.মেসোপটেমিয়া সভ্যতার  অন্তভুক্ত রয়েছে কোন কোন সভ্যতা ?  :

(I)সুমেরীয় সভ্যতা

(II)ব্যাবিলনীয় সভ্যতা

(III)অ্যাসেরীয় সভ্যতা 

(IV)ক্যালডীয় সভ্যতা


(I)সুমেরীয় সভ্যতা 

১.মেসোপটেমিয়া সভ্যতার প্রাচিনতম সভ্যতা গড়ে তুলেছিল কারা ?- সুমেরীয়গন 

২.সুমেরীয়দের আদিবাস ছিল কোন স্থানে ?  : এলামের পাহাড়ি অঞ্চলে  

৩.সর্বপ্রথম  সুমেরীয়রা বসতি গড়ে তুলে কোন স্থানে ? মেসোপটেমিয়ার দক্ষিণে 

৪.কত সালে সুমেরীয়রা বসতি গড়ে তুলে ? খিস্টপূর্ব ৪০০০ অব্দে 

৫.সুমেরীয়দের আয়ের মূল উৎস কি ছিল ? : কৃষি 

৬.কিউনিফর্ম লিপির উদ্ভাবন করেছিল কারা ?: সুমেরীয়গণ  

৭.অক্ষরবৃত্তিক বর্ণলিপি বলা  হয় কোনটিকে ? :  কিউনিফর্মকে

৮.কোন বর্ণলিপির কিছু বর্ণমালা দেখতে ছিল ইংরেজি বর্ণমালা V এর মতো ?  : কিউইনিফর্ম এর  

৯. পাঠউদ্ধারকৃত সবচেয়ে প্রাচীন  লিপি কোনটি ? : কিউনিফর্ম বর্ণলিপি 

১০.বিখ্যাত মহাকাব্য "গিলগামেশ" কোন লিপিতে  লেখা হয় ? :  কিউনিফর্ম বর্ণলিপি 

১১.জলঘড়ি ও চন্দ্ৰপ্ৰঞ্জীকার(Lunar Calendar) আবিষ্কার করেছিল করা ? : সুমেরীয়গন 

১২.সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান কি ছিল ? : চাকা আবিষ্কার 

১৩.সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে লিখিত আইনের প্রবর্তন করেন কে ? - সুমেরীয় শাসক উর-নামু  

১৪.সুমেরীয় শাসক উর-নামু  লিখিত আইন কি নামে পরিচিত ? : Code of Ur-Nammu


(II)ব্যাবিলনীয় সভ্যতা 

১.এ্যামেরাইট জাতি কত খিষ্টাব্দে একটি নগর সভ্যতা গড়ে তুলেছিল ? : ২০৫০ খিস্টপূর্বাব্দে 

২.এ্যামেরাইট জাতি কোথায়  নগর সভ্যতা গড়ে তুলেছিল ?: সিরিয়ার মরুভূমি অঞ্চলে

৩.ব্যাবিলনীয় সভ্যতার  স্থপতি কে ? : বিখ্যাত এ্যামেরাইট নেতা হাম্মুরাবি । 

৪.হাম্মুরাবি লিখিত আইনের নাম কি ?  : হাম্মুরাব্বি কোড ( Code of Hammurabbi )

৫.কোথায়  পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ? : ব্যাবিলনীয়নের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেযে  

(III)অ্যাসেরীয় সভ্যতা  

১.অ্যাসেরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ? : ব্যাবিলিন থেকে প্রায় দুইশত মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে "আশুর নামে সমৃদ্ধ শহরে"

২.ইতিহাসে আসিরীয়দের পরিচয় কি হিসেবে ?: সামরিক রাষ্ট্র হিসেবে 

৩.পৃথিবীতে প্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী  এবং যুদ্ধরথের ব্যবহার করেন কারা ? : আসিরীয়রা।

৪.প্রথম বৃত্তকে ৩৬০ ডিগ্ৰী তে ভাগ করে কারা ? : অ্যাসেরীয়গণ 

৫.পৃথিবীকে সর্বপ্রথম  অক্ষ্যাংশ ও দার্ঘিমাংশ এ ভাগ করেছিল কারা ? :  অ্যাসেরীয়গণ      


(IV) ক্যালডীয় সভ্যতা  

১.ক্যালডীয় সভ্যতা গড়ে উঠেছিল কিভাবে ? : ব্যাবিলন শহরকে কেন্দ্র করে। 

২.নতুন ব্যাবিলন সভ্যতা বলা হয় কোন সভ্যতাকে ? : ক্যালডীয় সভ্যতাকে (ব্যাবিলন সভ্যতাকে কেন্দ্র করে গড়ে উঠায়  

৩.ক্যালডীয় সভ্যতার স্থপতি কে ছিলেন ? : সম্রাট নেবুচাদনেজার 

৪.কোন রাজা তার রানীর  সন্তুষ্টির জন্য দেয়ালে মনোরম উদ্যান নির্মাণ করেন ? : রাজা নেবুচাদনেজার 

৫.রাজা নেবুচাদনেজার দেয়ালের সেই মনোরম উদ্যান কি নাম পরিচিত ? : ব্যাবিলনের শুন্য উদ্যান 

৬. পৃথিবীর সপ্তম আশ্চর্য কোনটি ? :  ব্যাবিলনের শুন্য উদ্যান      

৭. ব্যাবিলনের জুলন্ত উদ্যান কোথায় অবস্থিত ? - ইরাকে 

৮.সর্বপ্রথম সপ্তাহকে ৭ দিনে ভাগ করেছিল কারা ? -  ক্যালডীয়রা 

৯.দিনরাত্রিকে ২৪ ঘন্টায় ভাগ করে করা ? - ক্যালডীয়রা 

১০.১২টি নক্ষএপুঞ্জ এবং ১২ টি রাশির আবিষ্কার করেন কারা ? -ক্যালডীয়রা   





এবার নিজে চেষ্টা করুন
Question 1: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
A) গ্রিস
B) মেসোপটেমিয়া
C) রোম
D) সিন্ধু
Explanation: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় 


Question 2: কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা?
A) চৈনিক
B) গ্রীক
C) পারস্য
D) মিশরীয়
Explanation: সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মিশরীয় সভ্যতা , যেহেতু অপশন এ মেসোপটেমিয়া সভ্যতা নেই ।


Question 3: মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? 
A) ইয়াংসিকিয়াং নদীর তীরে
B) নীলনদের তীরে
C) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
D) হোয়াংহো নদীর তীরে
Explanation: মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে


Question 4: দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে? 
A) মিশরীয় সভ্যতা
B) সিন্ধু সভ্যতা
C) ইনকা সভ্যতা
D) মেসোপটেমীয় সভ্যতা
Explanation: দজলা ও ফোরাত নদীর অববাহিকায়  গড়ে উঠেছে মেসোপটেমীয় সভ্যতা



Question 5: 'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমান কোন দেশে?
A) ইরাক
B) ইরান
C) তুরস্ক
D) সিরিয়া
Explanation:  মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমান ইরাকে 


Question 6: সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি?
A) সিন্ধু
B) গ্রিক
C) রোমান
D) মেসোপটেমীয়
Explanation: সেচ নির্ভর প্রাচীন সভ্যতা হল মেসোপটেমীয়

Question 7: সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যামে?
A) Babylon
B) Sumeria
C) Egypt
D) China
Explanation: সভ্যতার সূত্রপাত হয় সুমেরীয় জাতিগোষ্ঠীর মাধ্যামে


Question 8: সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
A) মেসোপটেমিয়ায়
B) পারস্যে
C) মিশরে
D) রাশিয়ায়
Explanation: সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়




Question 9: কিউনিফর্ম কি?
A) জ্যামিতিক নকশা
B) লিখন পদ্ধতি
C) চৈনিক অক্ষর
D) পাথর নকশা
Explanation: কিউনিফর্ম হলো লিখন পদ্ধতি



Question 10: পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম?
A) হায়ারোগ্লিফিক্স লিপি
B) কিউনিফর্ম লিপি
C) ফারসি লিপি  
D) হিব্রু লিপি
Explanation: পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম কিউনিফর্ম লিপি






Question 11: 'Lunar Calendar' was introduced by-
A) Chaldeans
B) Sumerians
C) Assyrians
D) Astrology
Explanation: 'Lunar Calendar' was introduced by- Sumerians.



Question 12: কোন সভ্যতায় প্রথম 'চাকা' এর ব্যবহার প্রচলন হয় ?
A) মিশরীয়
B) সুমেরীয়
C) ব্যাবিলনীয়
D) ক্যালডীয়
Explanation: সুমেরীয়  সভ্যতায় প্রথম 'চাকা' এর ব্যবহার প্রচলন হয়  ।


Question 13: হাম্মুরাবি কে ছিলেন?
A) ঐতিহাসিক
B) আইনপ্রণেতা
C) চিকিৎসক
D) ব্যবসায়ী
Explanation: হাম্মুরাবি ছিলেন আইনপ্রণেতা


Question 14: হাম্মুরাবি যে জন্য বিখ্যাত-
A) আইন প্রণয়ন
B) আইন সংকলন
C) রাজ্য বিস্তার
D) সংবিধান প্রণয়ন
Explanation: হাম্মুরাবি বিখ্যাত ছিলেন আইনপ্রণেতা হিসেবে।


Question 15: ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
A) জুলিয়াস সিজার
B) হাম্বুরাবি
C) সম্রাট আলেকজান্ডার
D) এরিস্টটল
Explanation: ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা হাম্বুরাবি ( সর্বপ্রথম উর নামু)


Question 16: আইন সংক্রান্ত হাম্বুরাবি কোড কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল?
A) ব্যাবিলনীয় সভ্যতা
B) চৈনিক সভ্যতা
C) ভারতীয় সভ্যতা
D) ফিনিশীয় সভ্যতা
Explanation: আইন সংক্রান্ত হাম্বুরাবি কোড ব্যাবিলনীয় সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল


Question 17: কোন প্রাচীন সভ্যতায় 'হাম্মুরাবির আইন' প্রচলিত হয়েছিল
A) মায়া
B) মেসোপটেমীয়
C) মিশরীয়
D) গ্রিক
Explanation: যেহেতু ব্যাবিলনীয় সভ্যতার কথা উল্লেখ নেই আলাদা করে , উত্তর হবে মেসোটেমিয়া


Question 18: পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়?
A) স্পেন
B) ব্যাবিলন
C) গ্রিস
D) তেহরান
Explanation: পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে 


Question 19: ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত?
A) ইরান
B) ইরাক
C) তুরস্ক
D) সিরিয়া
Explanation: ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' ইরাকে অবস্থিত


Question 20: ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কে গড়ে তুলেছিল? 
A) নেবুচাদ নেজার
B) সাইরাস
C) র‍্যামজেজ
D) দারিউস
Explanation: ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' গড়ে তুলেছিল
নেবুচাদ নেজার

Question 21: The oldest book of the world is-
A) Mahavarata
B) Illiad
C) Gilgamesh
D) Faust
Explanation: The oldest book of the world is-Gilgamesh


Question 22: কোন মহাকাব্যটি 'কিউনিফর্ম' লিপিতে রচিত?
A) শাহনামা
B) গিলগামেশ
C) রামায়ন
D) মহাশ্মশান
Explanation: গিলগামেশ 'মহাকাব্যটি 'কিউনিফর্ম' লিপিতে রচিত


Question 23: পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়-
A) চীনের প্রাচীরের কাছে
B) ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
C) দক্ষিণ আফ্রিকার ভিক্টেরিয়া প্রদেশে
D) ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে
Explanation: পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়-ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে


Question 24: কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করে?
A) ক্যালডীয়রা
B) আসিরীয়রা
C) গ্রিকরা
D) ব্যাবিলনীয়রা
Explanation: আসিরীয়রা বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করে ।


Question 25: নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয়? 
A) রোমান
B) গ্রিক
C) ক্যালডীয়
D) পারস্য
Explanation: ক্যালডীয় সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয়।


Question 26: কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে?
A) গ্রিকরা
B) ককেসীয়রা
C) ক্যালডীয়রা
D) মিশরীয়রা
Explanation:  ক্যালডীয়রা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে


Question 27: সাত দিনে ১ সপ্তাহ প্রচলন করে কোন জাতি?
A) সুমেরীয়
B) ব্যবিলনীয়
C) অ্যাসিরীয়
D) ক্যালডীয়
Explanation: সাত দিনে ১ সপ্তাহ প্রচলন করে ক্যালডীয়রা 


Question 28: সুমেরীয় শাসক উর-নামু  লিখিত আইন কি নামে পরিচিত ? : 
A) Code of Ur-Nammu
B) Code of Nammu
C) Law of Ur-Nammu
D) Law of Nammu
Explanation: সুমেরীয় শাসক উর-নামু  লিখিত আইন Code of Ur-Nammu নামে পরিচিত


Question 29: পৃথিবীকে সর্বপ্রথম  অক্ষ্যাংশ ও দার্ঘিমাংশ এ ভাগ করেছিল কারা ?      
A) সুমেরীয়রা 
B) সেমাটিভরা 
C) অ্যাসেরীয়রা 
D) ক্যালডীয়রা 
Explanation: পৃথিবীকে সর্বপ্রথম  অক্ষ্যাংশ ও দার্ঘিমাংশ এ ভাগ করেছিল :  অ্যাসেরীয়গণ     



Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%


আরো পড়ুন :  টপিক ১ : প্রস্তর যুগ ,ধাতুর যুগ ও নৃগোষ্ঠী নিয়ে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ৩ : প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ৪ : প্রাচীন সিন্ধু সভ্যতা গুরুতূপূর্ণ MCQ দেখুন


আরো পড়ুন :  টপিক ৫ : প্রাচীন ফিনিশীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url