১.সভ্যতা বলতে কি বোঝায় ? সংস্কিতির উন্নতির অবস্থা
২.কয়েকটি নদ-নদীর অববাহিকা ছিল- : প্রাচীন সভ্যতার পাঠস্থান
৩. "Culture is what we are and civilization is what we use or have" এটি কার উক্তি ?- ম্যাকাইভার
৪.মানব সভ্যতার শুরু হয় কিভাবে ? : আগুন ও হাতিয়ার এর ব্যবহারের এর মাধ্যমে
মেসোপটেমিয়া সভ্যতা
১.বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ? - মেসোপটেমিয়ায়
২.মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ? ইরাকে টাইগ্রিস (অন্য নাম দজলা ও ইউফ্রেটিস অন্য নাম ফোরাত নদীর উর্বর তীরঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিলো।
৩. মেসোপটেমিয়া হচ্ছে একটি - গ্রিক শব্দ (অর্থ : দুই নদীর মধ্যবর্তী ভূমি )
৪.মেসোপটেমিয়া সভ্যতার অংশ ছিল কোন দেশগুলো ? : - আধুনিক তুরস্ক,সিরিয়া,ইরান,ইরাক,কুয়েত,(বর্তমানে বেশিরভাগ ইরাকে অবস্থিত)
৫.মেসোপটেমিয়া সভ্যতা কত সালে গড়ে উঠেছিল ? খিস্টপূর্ব ৫০০০ অব্দে
৬.মেসোপটেমিয়া সভ্যতার অন্তভুক্ত রয়েছে কোন কোন সভ্যতা ? :
(I)সুমেরীয় সভ্যতা
(II)ব্যাবিলনীয় সভ্যতা
(III)অ্যাসেরীয় সভ্যতা
(IV)ক্যালডীয় সভ্যতা
(I)সুমেরীয় সভ্যতা
১.মেসোপটেমিয়া সভ্যতার প্রাচিনতম সভ্যতা গড়ে তুলেছিল কারা ?- সুমেরীয়গন
২.সুমেরীয়দের আদিবাস ছিল কোন স্থানে ? : এলামের পাহাড়ি অঞ্চলে
৩.সর্বপ্রথম সুমেরীয়রা বসতি গড়ে তুলে কোন স্থানে ? মেসোপটেমিয়ার দক্ষিণে
৪.কত সালে সুমেরীয়রা বসতি গড়ে তুলে ? খিস্টপূর্ব ৪০০০ অব্দে
৫.সুমেরীয়দের আয়ের মূল উৎস কি ছিল ? : কৃষি
৬.কিউনিফর্ম লিপির উদ্ভাবন করেছিল কারা ?: সুমেরীয়গণ
৭.অক্ষরবৃত্তিক বর্ণলিপি বলা হয় কোনটিকে ? : কিউনিফর্মকে
৮.কোন বর্ণলিপির কিছু বর্ণমালা দেখতে ছিল ইংরেজি বর্ণমালা V এর মতো ? : কিউইনিফর্ম এর
৯. পাঠউদ্ধারকৃত সবচেয়ে প্রাচীন লিপি কোনটি ? : কিউনিফর্ম বর্ণলিপি
১০.বিখ্যাত মহাকাব্য "গিলগামেশ" কোন লিপিতে লেখা হয় ? : কিউনিফর্ম বর্ণলিপি
১১.জলঘড়ি ও চন্দ্ৰপ্ৰঞ্জীকার(Lunar Calendar) আবিষ্কার করেছিল করা ? : সুমেরীয়গন
১২.সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান কি ছিল ? : চাকা আবিষ্কার
১৩.সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে লিখিত আইনের প্রবর্তন করেন কে ? - সুমেরীয় শাসক উর-নামু
১৪.সুমেরীয় শাসক উর-নামু লিখিত আইন কি নামে পরিচিত ? : Code of Ur-Nammu
(II)ব্যাবিলনীয় সভ্যতা
১.এ্যামেরাইট জাতি কত খিষ্টাব্দে একটি নগর সভ্যতা গড়ে তুলেছিল ? : ২০৫০ খিস্টপূর্বাব্দে
২.এ্যামেরাইট জাতি কোথায় নগর সভ্যতা গড়ে তুলেছিল ?: সিরিয়ার মরুভূমি অঞ্চলে
৩.ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে ? : বিখ্যাত এ্যামেরাইট নেতা হাম্মুরাবি ।
৪.হাম্মুরাবি লিখিত আইনের নাম কি ? : হাম্মুরাব্বি কোড ( Code of Hammurabbi )
৫.কোথায় পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ? : ব্যাবিলনীয়নের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেযে
(III)অ্যাসেরীয় সভ্যতা
১.অ্যাসেরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ? : ব্যাবিলিন থেকে প্রায় দুইশত মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে "আশুর নামে সমৃদ্ধ শহরে"
২.ইতিহাসে আসিরীয়দের পরিচয় কি হিসেবে ?: সামরিক রাষ্ট্র হিসেবে
৩.পৃথিবীতে প্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী এবং যুদ্ধরথের ব্যবহার করেন কারা ? : আসিরীয়রা।
৪.প্রথম বৃত্তকে ৩৬০ ডিগ্ৰী তে ভাগ করে কারা ? : অ্যাসেরীয়গণ
৫.পৃথিবীকে সর্বপ্রথম অক্ষ্যাংশ ও দার্ঘিমাংশ এ ভাগ করেছিল কারা ? : অ্যাসেরীয়গণ
(IV) ক্যালডীয় সভ্যতা
১.ক্যালডীয় সভ্যতা গড়ে উঠেছিল কিভাবে ? : ব্যাবিলন শহরকে কেন্দ্র করে।
২.নতুন ব্যাবিলন সভ্যতা বলা হয় কোন সভ্যতাকে ? : ক্যালডীয় সভ্যতাকে (ব্যাবিলন সভ্যতাকে কেন্দ্র করে গড়ে উঠায়
৩.ক্যালডীয় সভ্যতার স্থপতি কে ছিলেন ? : সম্রাট নেবুচাদনেজার
৪.কোন রাজা তার রানীর সন্তুষ্টির জন্য দেয়ালে মনোরম উদ্যান নির্মাণ করেন ? : রাজা নেবুচাদনেজার
৫.রাজা নেবুচাদনেজার দেয়ালের সেই মনোরম উদ্যান কি নাম পরিচিত ? : ব্যাবিলনের শুন্য উদ্যান
৬. পৃথিবীর সপ্তম আশ্চর্য কোনটি ? : ব্যাবিলনের শুন্য উদ্যান
৭. ব্যাবিলনের জুলন্ত উদ্যান কোথায় অবস্থিত ? - ইরাকে
৮.সর্বপ্রথম সপ্তাহকে ৭ দিনে ভাগ করেছিল কারা ? - ক্যালডীয়রা
৯.দিনরাত্রিকে ২৪ ঘন্টায় ভাগ করে করা ? - ক্যালডীয়রা
১০.১২টি নক্ষএপুঞ্জ এবং ১২ টি রাশির আবিষ্কার করেন কারা ? -ক্যালডীয়রা
Question 1: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
A) গ্রিস
B) মেসোপটেমিয়া
C) রোম
D) সিন্ধু
Explanation: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়
Question 2: কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা?
A) চৈনিক
B) গ্রীক
C) পারস্য
D) মিশরীয়
Explanation: সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মিশরীয় সভ্যতা , যেহেতু অপশন এ মেসোপটেমিয়া সভ্যতা নেই ।
Question 3: মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
A) ইয়াংসিকিয়াং নদীর তীরে
B) নীলনদের তীরে
C) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
D) হোয়াংহো নদীর তীরে
Explanation: মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
Question 4: দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে?
A) মিশরীয় সভ্যতা
B) সিন্ধু সভ্যতা
C) ইনকা সভ্যতা
D) মেসোপটেমীয় সভ্যতা
Explanation: দজলা ও ফোরাত নদীর অববাহিকায় গড়ে উঠেছে মেসোপটেমীয় সভ্যতা
Question 5: 'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমান কোন দেশে?
A) ইরাক
B) ইরান
C) তুরস্ক
D) সিরিয়া
Explanation: মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমান ইরাকে
Question 6: সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি?
A) সিন্ধু
B) গ্রিক
C) রোমান
D) মেসোপটেমীয়
Explanation: সেচ নির্ভর প্রাচীন সভ্যতা হল মেসোপটেমীয়
Question 7: সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যামে?
A) Babylon
B) Sumeria
C) Egypt
D) China
Explanation: সভ্যতার সূত্রপাত হয় সুমেরীয় জাতিগোষ্ঠীর মাধ্যামে
Question 8: সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
A) মেসোপটেমিয়ায়
B) পারস্যে
C) মিশরে
D) রাশিয়ায়
Explanation: সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়
Question 9: কিউনিফর্ম কি?
A) জ্যামিতিক নকশা
B) লিখন পদ্ধতি
C) চৈনিক অক্ষর
D) পাথর নকশা
Explanation: কিউনিফর্ম হলো লিখন পদ্ধতি
Question 10: পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম?
A) হায়ারোগ্লিফিক্স লিপি
B) কিউনিফর্ম লিপি
C) ফারসি লিপি
D) হিব্রু লিপি
Explanation: পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম কিউনিফর্ম লিপি
Question 11: 'Lunar Calendar' was introduced by-
A) Chaldeans
B) Sumerians
C) Assyrians
D) Astrology
Explanation: 'Lunar Calendar' was introduced by- Sumerians.
Question 12: কোন সভ্যতায় প্রথম 'চাকা' এর ব্যবহার প্রচলন হয় ?
A) মিশরীয়
B) সুমেরীয়
C) ব্যাবিলনীয়
D) ক্যালডীয়
Explanation: সুমেরীয় সভ্যতায় প্রথম 'চাকা' এর ব্যবহার প্রচলন হয় ।
Question 13: হাম্মুরাবি কে ছিলেন?
A) ঐতিহাসিক
B) আইনপ্রণেতা
C) চিকিৎসক
D) ব্যবসায়ী
Explanation: হাম্মুরাবি ছিলেন আইনপ্রণেতা
Question 14: হাম্মুরাবি যে জন্য বিখ্যাত-
A) আইন প্রণয়ন
B) আইন সংকলন
C) রাজ্য বিস্তার
D) সংবিধান প্রণয়ন
Explanation: হাম্মুরাবি বিখ্যাত ছিলেন আইনপ্রণেতা হিসেবে।
Question 15: ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
A) জুলিয়াস সিজার
B) হাম্বুরাবি
C) সম্রাট আলেকজান্ডার
D) এরিস্টটল
Explanation: ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা হাম্বুরাবি ( সর্বপ্রথম উর নামু)
Question 16: আইন সংক্রান্ত হাম্বুরাবি কোড কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল?
A) ব্যাবিলনীয় সভ্যতা
B) চৈনিক সভ্যতা
C) ভারতীয় সভ্যতা
D) ফিনিশীয় সভ্যতা
Explanation: আইন সংক্রান্ত হাম্বুরাবি কোড ব্যাবিলনীয় সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল
Question 17: কোন প্রাচীন সভ্যতায় 'হাম্মুরাবির আইন' প্রচলিত হয়েছিল
A) মায়া
B) মেসোপটেমীয়
C) মিশরীয়
D) গ্রিক
Explanation: যেহেতু ব্যাবিলনীয় সভ্যতার কথা উল্লেখ নেই আলাদা করে , উত্তর হবে মেসোটেমিয়া
Question 18: পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়?
A) স্পেন
B) ব্যাবিলন
C) গ্রিস
D) তেহরান
Explanation: পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে
Question 19: ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত?
A) ইরান
B) ইরাক
C) তুরস্ক
D) সিরিয়া
Explanation: ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' ইরাকে অবস্থিত
Question 20: ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কে গড়ে তুলেছিল?
A) নেবুচাদ নেজার
B) সাইরাস
C) র্যামজেজ
D) দারিউস
Explanation: ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' গড়ে তুলেছিল
Question 21: The oldest book of the world is-
A) Mahavarata
B) Illiad
C) Gilgamesh
D) Faust
Explanation: The oldest book of the world is-Gilgamesh
Question 22: কোন মহাকাব্যটি 'কিউনিফর্ম' লিপিতে রচিত?
A) শাহনামা
B) গিলগামেশ
C) রামায়ন
D) মহাশ্মশান
Explanation: গিলগামেশ 'মহাকাব্যটি 'কিউনিফর্ম' লিপিতে রচিত
Question 23: পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়-
A) চীনের প্রাচীরের কাছে
B) ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
C) দক্ষিণ আফ্রিকার ভিক্টেরিয়া প্রদেশে
D) ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে
Explanation: পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়-ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
Question 24: কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করে?
A) ক্যালডীয়রা
B) আসিরীয়রা
C) গ্রিকরা
D) ব্যাবিলনীয়রা
Explanation: আসিরীয়রা বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করে ।
Question 25: নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয়?
A) রোমান
B) গ্রিক
C) ক্যালডীয়
D) পারস্য
Explanation: ক্যালডীয় সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয়।
Question 26: কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে?
A) গ্রিকরা
B) ককেসীয়রা
C) ক্যালডীয়রা
D) মিশরীয়রা
Explanation: ক্যালডীয়রা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে
Question 27: সাত দিনে ১ সপ্তাহ প্রচলন করে কোন জাতি?
A) সুমেরীয়
B) ব্যবিলনীয়
C) অ্যাসিরীয়
D) ক্যালডীয়
Explanation: সাত দিনে ১ সপ্তাহ প্রচলন করে ক্যালডীয়রা
Question 28: সুমেরীয় শাসক উর-নামু লিখিত আইন কি নামে পরিচিত ? :
A) Code of Ur-Nammu
B) Code of Nammu
C) Law of Ur-Nammu
D) Law of Nammu
Explanation: সুমেরীয় শাসক উর-নামু লিখিত আইন Code of Ur-Nammu নামে পরিচিত
Question 29: পৃথিবীকে সর্বপ্রথম অক্ষ্যাংশ ও দার্ঘিমাংশ এ ভাগ করেছিল কারা ?
A) সুমেরীয়রা
B) সেমাটিভরা
C) অ্যাসেরীয়রা
D) ক্যালডীয়রা
Explanation: পৃথিবীকে সর্বপ্রথম অক্ষ্যাংশ ও দার্ঘিমাংশ এ ভাগ করেছিল : অ্যাসেরীয়গণ
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%
আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url