প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ


প্রাচীন  মিশরীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ  MCQ


নিচের লেখাগুলো পড়ুন

প্রাচীন মিশরীয় সভ্যতা 

১. ৫০০০-৩২০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ের মিশরকে কি বলা হতো ? প্রাক-রাজবংশীয়  যুগ 

২. প্রাক -রাজবংশীয় যুগে মিশর যে ছোট ছোট নগর ব্রাষ্ট্রে বিভক্ত ছিল, সেগুলোকে কি  বলা হত ? - নোম

৩. সমগ্র্র্র মিশরকে একত্রিত করে কে  নগর রাষ্ট্র গড়ে তুলেছিলেন ? - মেনেস (৩২০০ খ্রিস্টপূর্বাব্দে)

৪. নগর রাষ্ট্র মেনেসের  রাজধানী কোথায় ছিল ?- দক্ষিন মিশরের মেম্ফিস 

৫. বহুদেবতার পরিবর্তে একমাত্র সূর্য দেবতার আরোধনার কথা প্রচার করেন কে? - ফারাও চতুর্থ আমেনহোটেপ

৬. প্রাচীন মিশরীয় সভ্যতায় সূর্যদেবতার নাম কি রাখা হয়েছিল ? -এটন

৭. দেবতাদের  নামের সাথে মিল রেখে ফারাও চতুর্থ আমেনহোটেপ নিজের নাম কি রেখেছিলেন ? ইখনাটন

৮. সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম ইশ্বরের ধারণা দেন কে ? - ইখনাট

৯.  প্রাচীন মিশরের রাজাদের  কি বলা হতো ? "ফারাও"

১০. ফারাও রাজাদের মৃতদেহ সংরক্ষণের জন্য কি তৈরি করা হয়েছিল ? - পিরামিড 

১১. পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ কোনটি ? -পিরামিড

১২. মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি ? ফারাও খুফুর পিরামিড

১৩. ফারাও খুফুর পিরামিড গড়ে ওঠেছিল  কত একর জায়গায়  ? তের একর জায়গায়

১৪. ফারাও খুফুর  পিরামিডের উচ্চতা কত ছিল ? প্রায় সাড়ে চারশত ফুট

১৫. মিশরীয় ভাস্করদের সবছেয়ে বড় গৌরব কি ছিলো  ?  স্ফিংস তৈরিতে

১৬.  বহুখন্ড পাথরের গায়ে ফুটিয়ে তোলা  হতো কোন ভাস্কর্য  ? স্ফিংস 

১৭.  দেহ সিংহ আকৃতির আর মাথা ছিল ফারাওয়ের কোন ভাস্কর্য? স্ফিংস 

১৮. ফারাওদের অভিজাত্য শক্তির প্রতীক কি ছিল  ?   স্ফিংস 

১৯.ফারাও তুতেনখামেন এর রাজত্বের সময়কাল  ? খিস্টপূর্ব   ১৩৩৩-১৩২৪  অব্দ   

২০. ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন কে ? হাওয়ার্ড কার্টার, (১৯২২ সালে)

২১. ছবি একে মনের ভাব প্রকাশ করতো  কারা ?  মিশরীয়রা

২২. অক্ষরভিত্তিক মিশরীয এ চিত্রলিপিকে কি বলা হয় ? হায়ারোগ্লিফিক

২৩. গ্রিক শব্দ এ লিপিকে বলা হয় :- হায়ারোগ্লিফিক 

২৪. গ্রিক শব্দ   (Hieroglyphics) হায়ারোগ্লিফিকের অর্থ কি? পবিত্র লিফি

২৫. মিশরীয়রা সাদারঙ্গের  কাগজ তৈরি করতো- 'প্যাপিরাস 'নামক এক ধরনের নলখাগড়া জাতীয় গাছের বাকল  দিয়ে 

২৬. সর্বপ্রথম ১২  মাসে ১  বছর এবং ৩০ দিনে এক মাস এই গণনারীতি চালু করেন  কারা ? মিশরীয়রা 

২৭. মৃতদেহকে পচন থেকে রক্ষার জন্য মমি তৈরী  করেন করা  ? মিশরীয়রা 

২৮.বুক অব ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন? মিশরীয়



এবার নিজে চেষ্টা করুন
Question 1: What is Hieroglyphics? 
A) মুদ্রা এবং টিকিট মুদ্রণের জন্য বিশেষত ব্যবহৃত গ্রাফিক্স ডিজাইনের একটি অগ্রসরমান প্রযুক্তি
B) সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণিকূল সম্পর্কিত বিদ্যা
C) ব্যাংকিং সিস্টেমে চেক ক্লিয়ারিং এর একটি অত্যাধুনিক প্রযুক্তি
D) প্রাচীন মিশরীয় চিত্রভিত্তিক লিখন পদ্ধতি
Explanation: Hieroglyphics হলো প্রাচীন মিশরীয় চিত্রভিত্তিক লিখন পদ্ধতি


Question 2: হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন-পদ্ধতি ?
A) মিশরীয়
B) সুমেরীয়
C) পারস্য
D) ব্যাবিলনীয়
Explanation: হায়ারোগ্লিফিক মিশরীয় সভ্যতার প্রাচীন লিখন-পদ্ধতি 


Question 3: বুক অব ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন? 
A) ভারতীয়
B) মেসোপটেমীয়
C) চীন
D) মিশরীয়
Explanation: বুক অব ডেথ মিশরীয় সাহিত্যের আদিতম নিদর্শন।


Question 4: প্রাচীন মিসরের স্থাপত্য বিদ্যার অন্যতম নিদর্শন-
A) রোজেটা পাথর
B) স্ফিংস
C) পিরামিড
D) প্যাপিরাস
Explanation: প্রাচীন মিসরের স্থাপত্য বিদ্যার অন্যতম নিদর্শন-পিরামিড



Question 5: পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি?
A) পিরামিড
B) তাজমহল
C) আইফেল টাওয়ার
D) কুতুবমিনার
Explanation:  পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ পিরামিড


Question 6: বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে?
A) মেক্সিকো
B) সুদান
C) মিশর
D) ইরাক
Explanation: বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড সুদানে  রয়েছে


Question 7: স্ফিংকস কোথায় অবস্থিত?
A) মিশর
B) লিবিয়া
C) মরক্কো
D) ইতালি
Explanation: স্ফিংকস অবস্থিত মিশরে


Question 8: প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করতো?
A) হায়ারোগ্লিফিক
B) রগ্রোগ্লিফিক
C) নাম্রোগ্লিফিক
D) ক্যারোগ্লিফিক
Explanation: প্রাচীন মিশরীয়রা হায়ারোগ্লিফিক বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করতো




Question 9: মিশরীয় চিত্রকলা ছিল? 
A) ত্রিমাত্রিক
B) দ্বিমাত্রিক
C) বহুমাত্রিক
D) কোনোটিই নয়
Explanation: মিশরীয় চিত্রকলা ছিল দ্বিমাত্রিক



Question 10: মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করতো? 
A) কাপড়
B) প্যাপিরাস
C) ভূঞ্জপাতা  
D) তালপাতা
Explanation: মিশরীয়রা লেখার জন্য ব্যবহার করতো প্যাপিরাস। 






Question 11: প্যাপিরাস কী?
A) চিত্র
B) লেখনী
C) নলখাগড়া
D) গুপ্ত সংকেত
Explanation: প্যাপিরাস হল নলখাগড়া



Question 12: 'প্যাপিরাস' কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত?
A) ইতালীয়
B) চৈনিক
C) হরপ্পা
D) মিশরীয়
Explanation:  'প্যাপিরাস' মিশরীয় সংস্কৃতির সাথে সম্পর্কিত।


Question 13: ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত?
A) গ্রিক
B) মিশরীয়
C) খ্রিষ্টান
D) ফরাসি
Explanation: ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনা রীতি মিশরীয়দের দ্বারা সূচিত


Question 14: প্রথম একশ্বরবাদী ধর্ম কোনটি? 
A) প্রাচীন মিশরীয় ধর্ম
B) হিব্রু ধর্ম
C) ইসলাম ধর্ম
D) খ্রিষ্ট ধর্ম
Explanation: প্রথম একশ্বরবাদী ধর্ম প্রাচীন মিশরীয় ধর্ম


Question 15: প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি সালে-
A) ১৯৩৪ সালে
B) ১৮৭৮ সালে
C) ১৯২২ সালে
D) ১৯৪৬ সালে
Explanation: প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ১৯২২ সালে-





Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Sun flowers
    Sun flowers December 19, 2023 at 9:44 PM

    Very helpful

    • iStudyMaterials
      iStudyMaterials December 23, 2023 at 12:12 PM

      ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url