প্রাচীন ফিনিশীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর



প্রাচীন ফিনিশীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ   MCQ  ও সংক্ষিপ্ত  প্রশ্নের উত্তর



নিচের লেখাগুলো পড়ুন

প্রাচীন ফিনিশীয় সভ্যতা  

 সংক্ষিপ্ত প্রশ্ন :

১. ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?- লেবানন পর্বত ও ভূমধ্যসাগরের মাঝামাঝি সরু ভূমিতে।

২. ফিনিশীয়দের আয়ের উৎস কোনটি ? - বাণিজ্য

৩. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় কি ?- শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।

৪. ফিনিশীয়রা দিক নির্নয়ের পদ্ধতি কোনটি? - ধূর্বতারা দেখে দিক নির্ণয়

৫. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের উল্লেখ্যযোগ্য অবদান কোনটি? - বর্ণমালা আবিষ্কার

৬. ফিনিশীয়রা কতটি বর্ণমালা আবিষ্কার করেছিল? - ২২টি ব্যঞ্জনবর্ণ

৭. কাদের হাত ধরে আধুনিক বর্ণমালার সূচনা হয়?- ফিনিশীয়দের

৮. কালি, কলম, কাগজের ব্যাবহার জানত কারা?- ফিনিশীয়রা 

৯. ফিনিশীয়দের আবিষ্কত ব্যঞ্জনবর্ণের সাথে সামঞ্জস্য করে পরবর্তীতে গ্রীকরা কি তৈরি করেছিল? - স্বরবর্ণ

৯. কোন সভ্যতার জনগোষ্ঠীরা মাটির পাত্র তৈরি করতে পারত? - ফিনিশীয় সভ্যতার 

১০. কোন সভ্যতার জনগোষ্ঠীরা দক্ষতার সাথে কাপড় তৈরী ও রং করতে পারত? - ফিনিশীয় সভ্যতার 

১১. কার হাতে ফিনিশীয়দের পতন ঘটে? - আলেকজান্ডারের




এবার নিজে চেষ্টা করুন
Question 1: সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি?
A) বর্ণমালা
B) আগ্নেয়াস্ত্রের ব্যবহার
C) মুদ্রার প্রচলন
D) চিত্রলেখা
Explanation: সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো বর্ণমালা 


Question 2:  ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? 
A) ইয়াংসিকিয়াং নদীর তীরে
B) লেবানন পর্বত ও ভূমধ্যসাগরের মাঝামাঝি
C) হোয়াংহো নদীর তীরে
D) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
Explanation: ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল লেবানন পর্বত ও ভূমধ্যসাগরের মাঝামাঝি


Question 3: সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় কি ?
A) জ্যামিতিক নকশা তৈরীতে 
B) হায়ারোগ্লিফিক্স লিপির আবিষ্কারক হিসেবে 
C) ঘড়ি তৈরিতে 
D)  নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে
Explanation: সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় হলো নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে


Question 4: ফিনিশীয়রা দিক নির্নয়ের পদ্ধতি কোনটি? 
A) ধূর্বতারা দেখে দিক নির্ণয়
B) সূর্য দেখে দিক নির্ণয়
C) আকাশ দেখে দিক নির্ণয় 
D) কোনোটিই না
Explanation:  ফিনিশীয়রা দিক নির্নয়ের পদ্ধতি  হলো ধূর্বতারা দেখে দিক নির্ণয়



Question 5:  ফিনিশীয়দের আয়ের উৎস কোনটি ? 
A) বাণিজ্য
B) কৃষি 
C) মৎস শিকার 
D) উপরের সবগুলো 
Explanation:   ফিনিশীয়দের আয়ের উৎস বাণিজ্য


Question 6:  ফিনিশীয়রা কোন  বর্ণমালা আবিষ্কার করেছিল? 
A) হায়ারোগ্লিফিক্স
B) কিউনিফর্ম
C) ব্যঞ্জনবর্ণ
D) স্বরবর্ণ
Explanation: ফিনিশীয়রা ২২টি ব্যঞ্জনবর্ণ  বর্ণমালা আবিষ্কার করেছিল।


Question 7: ফিনিশীয়রা কতটি বর্ণমালা আবিষ্কার করেছিল? 
A) ১২টি ব্যঞ্জনবর্ণ
B) ২২টি ব্যঞ্জনবর্ণ
C) ২১টি ব্যঞ্জনবর্ণ
D) ১৯টি ব্যঞ্জনবর্ণ
Explanation: ফিনিশীয়রা ২২টি ব্যঞ্জনবর্ণ  বর্ণমালা আবিষ্কার করেছিল।

Question 8:  কাদের হাত ধরে আধুনিক বর্ণমালার সূচনা হয়?
A) ফিনিশীয়
B) সিন্ধু
C) মেসোপটেমীয়
D) গ্রিক
Explanation:  ফিনিশীয়দের হাত ধরে আধুনিক বর্ণমালার সূচনা হয়





Question 9:  স্বরবর্ণ আবিষ্কার করেছিল কারা ?
A) ফিনিশীয়
B) সিন্ধু
C) মেসোপটেমীয়
D) গ্রিক
Explanation:  স্বরবর্ণ আবিষ্কার করেছিল গ্রিকরা 



Question 10: কোন সভ্যতার জনগোষ্ঠীরা মাটির পাত্র তৈরি করতে জানতো ?
A) সিন্ধু
B) ফিনিশীয়
C) মেসোপটেমীয়  
D) গ্রিক
Explanation: ফিনিশীয় সভ্যতার জনগোষ্ঠীরা মাটির পাত্র তৈরি করতে জানতো 






Question 11: কোন সভ্যতার জনগোষ্ঠীরা কাপড় তৈরী ও রং করতে পারত ?
A)  ফিনিশীয়
B) সিন্ধু
C) মেসোপটেমীয়  
D) গ্রিক
Explanation: ফিনিশীয় সভ্যতার জনগোষ্ঠীরা কাপড় তৈরী ও রং করতে পারত



Question 12: কার হাতে ফিনিশীয়দের পতন ঘটে?  
A) চেঙ্গিস খান 
B) আলেকজান্ডারের
C) শেরশাহ 
D) কোনটি নয় 
Explanation:  আলেকজান্ডারের হাতে ফিনিশীয়দের পতন ঘটে








Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%


আরো পড়ুন :  টপিক ১ : প্রস্তর যুগ ,ধাতুর যুগ ও নৃগোষ্ঠী নিয়ে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ২ : সভ্যতার উত্তরণ ও মেসোপটেমিয়া সভ্যতা - সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় ,ক্যালডীয় নিয়ে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ৩ : প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ৪ : প্রাচীন সিন্ধু সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ দেখুন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Sun flowers
    Sun flowers December 28, 2023 at 9:39 PM

    ধন্যবাদ, আরো সুন্দর সুন্দর পোস্ট লিখুন

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url