পরিবর্তিত শিক্ষা ব্যাবস্থা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে iStudyMaterials এ স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন পরিবর্তন নিয়ে আনা হয়েছে । বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে “পরিবর্তিত শিক্ষা ব্যাবস্থা” তাই আজকে আমি এটি নিয়ে লিখতে বসে গেছি।
তোমরা জানো যে ইতিমধ্যে ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিক্ষার রুটিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে নোটিশ প্রকাশ করেছে , সেখানে বলা হয়েছে যে,
তোমাদের বার্ষিক মূল্যায়ন শুরুর তারিখ হলো:- আগামী ১৫ নভেম্বর, ২০২৩ ইংরেজি
বার্ষিক মূল্যায়ন শেষের তারিখ হলো:- ২৮ নভেম্বর, ২০২৩ ইংরেজি
এই প্রকাশিত রুটিনটি দুইটি আলাদা ভাগে বিভক্ত করা হয়েছে।
প্রথম পর্যায়ে ৫ নভেম্বর থেকে ১৪ নভেম্বরের সময়ের মধ্যেই ছাত্র-ছাত্রীদের প্রস্তুতিমূল সেশনের আয়োজন করা হবে । অতঃপর ১৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বরে ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত মূল্যায়নের আয়োজন করা হবে।
বিশেষ দ্রষ্টব্য :-
তোমাদের রুটিন পরিবর্তন করা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু হবে :- ০৯/১১/২০২৩ হতে ।
মূল্যায়ন নির্দেশনা দেওয়া হবে :- ০৫/১১/২০২৩ তারিখে ।ষষ্ট ও সপ্তম এই দুই শ্রেণিতে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে আগামী ৯ নভেম্বর তারিখ থেকে। বাংলাদেশের সকল মাধ্যমিক পর্যায়ের স্কুল ও দাখিল মাদ্রাসাতে আগামী ৩০ শে নভেম্বর এই দুই (ষষ্ট ও সপ্তম)শ্রেণীর মূল্যায়ন চলবে বলে , যেটি বিজ্ঞপ্তি মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে। এটি এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এই দুই শ্রেণীর মূল্যায়নের সংশোধিত সূচি স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সংশোধিত নতুন রুটিনটি নিচের অপশন থেকে ডাউনলোড করো।
৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার রুটিন PDF ডাউনলোড
সাধারণ নির্দেশনা সমূহ:-
•শিক্ষককে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে অন্য কোন বিষয়ের শ্রেণির বাইরের কাজ যেন অন্য আরেকটি বিষয়ের শ্রেণি সময়কে ব্যহত না করে।
তার মানে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি শ্রেণির বাইরের কাজ যাতে কোনো অবস্থাতে ডিজিটাল প্রযুক্তির পর যে সাবজেক্টের হওয়ার কথা সে সেশনকে বা সে সাবজেক্ট কে বা সে সাবজেক্ট এর সময়কে প্রভাবিত না করে।
মূল কথা হলো যে, সকল বিষয়ের সেশন যথাসময়ে পরিকল্পনামাফিক সম্পন্ন করতে হবে।
• ‘নিজে নিজে পড়ি’, ‘সরবে পড়ি’, ‘নিরবে পড়ি’, ‘দলগতভাবে পড়ি’
এই রকমের পড়াগুলো শিক্ষক নিজে পড়িয়ে বুঝিয়ে দিতে পারবেন এবং তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারবেন ।
এর মাধ্যেমে সেশনের সময় সংক্ষেপণ করা যাবে এবং এক্ষেত্রে চাইলে পরবর্তী সেশনের কিছু কাজ আগের সেশনে সময়ে সম্পন্ন করা যাবে।
এভাবে শিক্ষক চাইলে তার সুবিধা অনুযায়ী কেবলমাত্র কিছু কিছু ক্ষেত্রে ৩টি সেশনের কাজ ২টি সেশনের মাধ্যেমে শেষ করে বাকি একটি সেশন কমাতে পারবেন।
• দুর্যোগের কারণে কিংবা অন্যান্য কারনে যদি বিদ্যালয় বন্ধ থাকে(ছাত্ররা স্কুলে যেতে না পারে) সেক্ষেত্রে শিক্ষক পূর্বে থেকে বাড়ির কাজ, দলগত কাজ , তথ্য সংগ্রহ এই ধরণের যে কাজগুলো আছে সেগুলা শিক্ষার্থীদের বুঝিয়ে দিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে পারবেন , যেন পরিকল্পনা মাফিক সেশন কমপ্লিট করা যায়।
•কোন কিছু উপস্থাপনের ক্ষেত্রে অবশ্যই সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
দলের সদস্যকে যারা আছে তাদেরকে যাচাই করার জন্যে সবাইকে কিছু সময়ের জন্য হলেও উপস্থাপনের সুযোগ করে দিতে হবে। সেশন বা সেশনের সময় কমানোর গিয়ে দলের কোন মেম্বারের অংশগ্রহণ করার সুযোগ নষ্ট করা যাবে না।
• শিখন অভিজ্ঞতা অনুযায়ী শ্রেণিকার্যক্রম পরিচালনার লক্ষ্যে শিক্ষক সহায়িকা অনুসরণ করা উচিৎ।
আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url