নিচের লেখাগুলো পড়ুন
১.পৃথিবীর আনুমানিক বয়স : ৪৫০ কোটি বছর
২.পৃথিবীতে মানুষ এসেছে : দুই মিলিয়ন বছর আগে বা বিশ লক্ষ বছর আগে
৩.আধুনিক মানুষের যুগ শুরু হয়েছে : প্রায় বিশ হাজার বছর পূর্বে
৪.মানব সমাজের বিবর্তনকে ভাগ করা হয়েছে : ৩টি প্রধান যুগে যেমন : প্রস্তর যুগ(প্রাচীন প্রস্তর ,মধ্য প্রস্তর ,নব্য প্রস্তর ) ,ব্রোন্জে যুগ , লোহার যুগ ইত্যাদি
৫.প্রস্তর যুগের শুরু হয় : এখন থেকে প্রায় ১০ লক্ষ বছর আগে
৬.প্রস্তর যুগের স্থায়িত্বকাল : ৩৫০০ অব্দ অথবা এখন থেকে ৫৫০০ বছর পূর্বে
নৃগোষ্ঠী
১.নৃগোষ্ঠী বলতে মানব প্রজাতির এমন এক উপবিভাগকে বোঝায় যার সদস্যবৃন্দ উত্তরাধিকার সূত্রে একই দৈহিক বৈশিষ্ট অর্জন করে।
২.গায়ের রং ,চুল ও চোখের গড়ন ও রং, নাক , ঠোট ,চিবুক,ও মাথার আকৃতি ও গড়ন দৈহিক উচ্চতা ইত্যাদির ভিত্তিতে পৃথিবীর মানুষকে কয়েকটি বৃহৎ নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে
যেমন :
(ক) ককেশীয় : নর্ডিক,আলপাইন , মেডিটারেনিয়ান (জাত : হিন্দু)
(খ) মঙ্গোলীয় : এশিয় মঙ্গলীয়,আমেরিকান ইন্ডিয়ান , পলিনেশীয় ,ও শ্বেতকায় মঙ্গোলীয়দের মাঝামাঝি মানবগোষ্ঠী। বাংলাদেশে বসবাসকরি উপজাতিদের বড় অংশ মঙ্গোলয়েড।
(গ)নিগ্রয়েড : বসবাস:আফ্রিকায়
(ঘ)অস্ট্রেলীয় : অস্ট্রেলীয় আদিবাসী ইন্দো-অস্ট্রেলীয়,জাপানের আইনুনদের এই শ্রেণীতে ফেলানো হয় , বাংলাদেশের মানুষ প্রধানত আদি-অস্ট্রেলীয় নরগোষ্ঠীভুক্ত
এবার নিজে চেষ্টা করুন
Question 1: পৃথিবীর আনুমানিক বয়স- ?
A) ৩৬০ কোটি বছর
B) ৪৫০ কোটি বছর
C) ৪৬০ কোটি বছর
D) ৬০০ কোটি বছর
Explanation : পৃথিবীর আনুমানিক বয়স ৪৫০ কোটি বছর।
Question 2: পৃথিবীর আনুমানিক বয়স কত?
A) ৩,৫০০ মিলিয়ন বছর (প্রায়)
B) ৪,৫০০ মিলিয়ন বছর (প্রায়)
C) ৫,৫০০ মিলিয়ন বছর (প্রায়)
D) ৬,৫০০ মিলিয়ন বছর (প্রায়)
Explanation: পৃথিবীর আনুমানিক বয়স- ৪,৫০০ মিলিয়ন বছর (প্রায়)
Question 3: প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল ?
A) ৫ লক্ষ বছর পূর্বে
B) ৯ হাজার বছর পূর্বে
C) ৬২ হাজার বছর পূর্বে
D) ১১ হাজার বছর পূর্বে
Explanation: প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল ৫ লক্ষ বছর পূর্বে
Question 4: জাভা মানব কোথায় পাওয়া যায়?
A) ইন্দোনেশিয়ায়
B) জার্মানিতে
C) চীনে
D) ভারতে
Explanation: জাভা মানব কোথায় পাওয়া যায় ইন্দোনেশিয়ায়
Question 5: হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়?
A) ইতালিতে
B) ভারতে
C) জার্মানিতে
D) চীনে
Explanation: হাইডেলবার্গ মানব পাওয়া যায় জার্মানিতে
Question 6: প্রায় সম্পূর্ণ 'অস্ট্রালোপিতিসিন্স লুসি'র কংকাল ১৯৭৪ সালে নিচের কোন দেশে পাওয়া যায় ?
A) কেনিয়া
B) ইথিওপিয়া
C) ইরিত্রিয়া
D) তানজানিয়া
Explanation: প্রায় সম্পূর্ণ 'অস্ট্রালোপিতিসিন্স লুসি'র কংকাল ১৯৭৪ সালে পাওয়া যায় ইথিওপিয়া
Question 7: মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
A) লোহা
B) তামা
C) পিতল
D) ব্রোঞ্জ
Explanation: মানুষ প্রথম তামার ব্যবহার শেখে
Question 8: আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি?
A) স্বর্ণ
B) ব্রোঞ্জ
C) তাম্র
D) লৌহ
Explanation: আধুনিক সভ্যতার ভিত্তি লৌহ
Question 9: ককেশয়েড একটি ....... এর নাম।
A) জাতি
B) ধর্ম
C) শ্রেণী
D) নৃ-গোষ্ঠী
Explanation: ককেশয়েড হলো একটি নৃ-গোষ্ঠীর নাম।
Question 10: মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী-
A) ককেশীয়
B) মঙ্গোলীয়
C) নিগ্রো
D) অস্ট্রেলীয়
Explanation: মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী হলো ককেশীয়।
Question 11: নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
A) অ্যালপাইন
B) আদি-অস্ট্রেলীয়
C) নার্কিড
D) মঙ্গোলীয়
Explanation: নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি-অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত
Question 12: বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ-
A) মঙ্গোলয়েড
B) সেমাটিভ
C) অস্ট্রালয়েড
D) ককেশীয়
Explanation: বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ হলো মঙ্গোলয়েড
Reset Quiz
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%
আরো পড়ুন : টপিক ২ : সভ্যতার উত্তরণ ও মেসোপটেমিয়া সভ্যতা - সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় ,ক্যালডীয় নিয়ে গুরুতূপূর্ণ MCQ
আরো পড়ুন : টপিক ৩ : প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ
আরো পড়ুন : টপিক ৪ : প্রাচীন সিন্ধু সভ্যতা গুরুতূপূর্ণ MCQ দেখুন
আরো পড়ুন : টপিক ৫ : প্রাচীন ফিনিশীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
ধন্যবাদ
Stay with us.