চবি ভর্তি পরীক্ষার মানবণ্টন ও যোগ্যতা এবং পরীক্ষার তারিখ ২০২৩-২০২৪



 
CU Admission Mark Distribution,Minimum Requirement and Exam Dates


    

পরিচিতি :


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়।  বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় মধ্যে ১ম এ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন শাখায় বিস্তৃত একাডেমিক প্রোগ্রাম অফার করে থাকে । এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে : বিজ্ঞান, প্রকৌশল, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন এবং জীববিজ্ঞানের মতো অনুষদ  । বিশ্ববিদ্যালয় এইসব  ক্ষেত্রে একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণা এবং উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলেছে। 


পরিবর্তন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৪ জানুয়ারী ২০২৪ সালে  । 

এরি মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিট এর নম্বর বন্টনে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে চবি কর্তৃপক্ষ ।  আজকে আমরা এই পরিবর্তন গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ।  গ ইউনিট নতুন পরিবর্তন নিয়ে এসেছে চবি।  গ ইউনিটে আর আগের মতো ব্যবসা উদ্যোগ ও হিসাববিজ্ঞান থেকে প্রশ্ন থাকছে না।  এইগুলোর পরিবর্তে নতুন দুইটি বিষয় যুক্ত করা হয়েছে।  সেগুলো হলো : বিশ্লেষন দক্ষতা(বা মানসিক দক্ষতা) ও সমস্যা সমধান দক্ষতা (অথবা বলতে পারেন গাণিতক যুক্তি )  


বিভিন্ন ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা : 

  • বিভিন্ন ইউনিটে/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলে ঐ ইউনিট/উপ-ইউনিটের এর সিজিপিএ শর্তগুলো  অবশ্য়ই  পূরণ করতে হবে প্রার্থীকে ।  ঐ শর্তগুলো  পূরণ করতে ব্যর্থ হলে প্রার্থী ঐ ইউনিট/উপ-ইউনিট এ পরীক্ষা দিতে পারবে না ।  প্রার্থীকে নিম্নলিখিত সিজিপিএ শর্ত পূরণ করতে হবে। 
  • ইউনিট /উপ-ইউনিট  বিভাগ নূন্যতম জিপিএ   মোট  জিপিএ (চতুর্থ বিষয়সহ )
    ক ইউনিট  বিজ্ঞান এস.এস.সি: ৩.৫০ ও  এইস.এস.সি : ৪.০০ ৮.২৫
    খ  ও  খ১ ইউনিট   বিজ্ঞান  ৩.৫০ ৭.৫০
    মানবিক  ৩.০০ ৭.০০
    ব্যবসায়  ৩.৫০৭.৫০
    গ ইউনিট ব্যবসায় ৩.৫০৮.০০
    ঘ ইউনিট সব গ্রুপ ৩.৫০৭.৫০
    ঘ১ ইউনিট  সব গ্রুপ ২.৫০৬.০০




    বিভিন্ন ইউনিটের পরীক্ষার তারিখ: 

  • চবি কর্তৃপক্ষ বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের  পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।   চবি কর্তৃক প্রকাশিত বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিট এর পরীক্ষার তারিখ নিচে তুলে ধরা হলো :
  • ইউনিট/উপ-ইউনিট  Admission Date  বার 
    ক ইউনিট ০২ মার্চ ২০২৪ শনিবার
    খ  ইউনিট০৮ মার্চ ২০২৪শুক্রবার 
    গ  ইউনিট০৯ মার্চ ২০২৪শনিবার 
    ঘ  ইউনিট১৬ মার্চ ২০২৪শনিবার 
    খ১ উপ-ইউনিট০৩ মার্চ ২০২৪রবিবার 
    ঘ১ উপ-ইউনিট০৪ মার্চ ২০২৪সোমবার 




     খ১ ও ঘ১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখ :  

  • চারুকলা ইনস্টিটিউট,নাট্যকলা বিভাগ,সংগীত বিভাগ ও  ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস এর ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। স্বাস্থবিধি মেনে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে।   

  • বিভাগ/ ইনস্টিটিউট তারিখ বার
    চারুকলা ইনস্টিটিউট ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার
    নাট্যকলা বিভাগ ১৩ মার্চ ২০২৪ বুধবার
    সংগীত বিভাগ ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
    ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস ১০ এবং ১১ মার্চ ২০২৪ রবিবার ও সোমবার
    বিঃদ্রঃ সকল ছাত্রছাত্রীকে স্বাস্থবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।  



    চবি ভর্তি পরীক্ষার মানবণ্টন

     ক ইউনিটের মানবণ্টন : 

  • বাংলা থেকে ১০ মার্কসের পরীক্ষা দিতে হবে , ইংরেজি থেকে ১৫ মার্ক এর পরিক্ষা দিতে হবে এবং পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত (এইগুলোর মধ্যে থেকে যেকোনো ৩টি বিষয়ে উত্তর করতে হবে - প্রতি বিষয়ের জন্য ২৫ বরাদ্দ থাকবে এবং ৩ বিষয় মিলে সর্বমোট ৭৫)
  • বিষয়   MCQ  
    বাংলা  ১০
    ইংরেজি  ১৫
    পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত (যেকোনো ৩টি বিষয়ে উত্তর করতে হবে)
    ২৫*৩=৭৫

     খ  ইউনিটের মানবণ্টন : 

  • খ ইউনিটের ক্ষেত্রে বাংলা ৩০ মার্কসের পরীক্ষা দিতে হবে , ইংরেজি  ৩০ মার্কসের  এর পরিক্ষা দিতে হবে এবং সাধারণ জ্ঞান ৪০ মার্কসের পরীক্ষা দিতে হবে। 
  • বিষয়   MCQ  
    বাংলা  ৩০
    ইংরেজি  ৩০
    সাধারণ জ্ঞান  ৪০

        

        বিঃদ্রঃ বিষয় পেতে হলে বাংলায় -৭, ইংরেজিতে-৫, সাধারণ জ্ঞানে-১৩ নূন্যতম পেতে হবে। 

    খ১  ইউনিটের মানবণ্টন : 

    বিষয়   MCQ  
    বাংলা  ২৫
    ইংরেজি  ২৫
    সাধারণ জ্ঞান
    ৫০
        
      

    গ  ইউনিটের মানবণ্টন : (নতুন মানবণ্টন)

    বিষয়   MCQ  
    ইংরেজি   ৪০
    বিশ্লেষন দক্ষতা ৩০
    সমস্যা সমধান দক্ষতা/গাণিতক যুক্তি ৩০

     ঘ  ইউনিটের মানবণ্টন : 

    বিষয়   MCQ  
    বাংলা  ৩০
    ইংরেজি  ৩০
    সাধারণ জ্ঞান /গণিত /অর্থনীতি  ২০
    মানসিক দক্ষতা   ২০

        

        বিঃদ্রঃ বিষয় পেতে হলে বাংলা -৮, ইংরেজি-৮,মানসিক দক্ষতা -৭ সাধারণ জ্ঞান /গণিত /অর্থনীতি-৭ নূন্যতম পেতে হবে

    ঘ১  ইউনিটের মানবণ্টন : 

    বিষয়   MCQ  
    বাংলা  ৩৫
    ইংরেজি  ৩০
    সাধারণ জ্ঞান
    ৩৫
    ব্যবহারিক 
    ফিল্ড টেস্ট   ২০
    খেলাধুলা সনদ   ১০
        
      


    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
    • Movies & Drama, Web-series Review
      Movies & Drama, Web-series Review January 5, 2024 at 12:04 AM

      ধন্যবাদ, খুব ঘুচানো ছিল

    • Sun flowers
      Sun flowers April 5, 2024 at 12:49 PM

      সুন্দর পোস্ট

    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url