চবি ভর্তি পরীক্ষার মানবণ্টন ও যোগ্যতা এবং পরীক্ষার তারিখ ২০২৩-২০২৪
পরিচিতি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় মধ্যে ১ম এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন শাখায় বিস্তৃত একাডেমিক প্রোগ্রাম অফার করে থাকে । এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে : বিজ্ঞান, প্রকৌশল, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন এবং জীববিজ্ঞানের মতো অনুষদ । বিশ্ববিদ্যালয় এইসব ক্ষেত্রে একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণা এবং উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলেছে।
পরিবর্তন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৪ জানুয়ারী ২০২৪ সালে ।
এরি মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিট এর নম্বর বন্টনে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে চবি কর্তৃপক্ষ । আজকে আমরা এই পরিবর্তন গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি । গ ইউনিট নতুন পরিবর্তন নিয়ে এসেছে চবি। গ ইউনিটে আর আগের মতো ব্যবসা উদ্যোগ ও হিসাববিজ্ঞান থেকে প্রশ্ন থাকছে না। এইগুলোর পরিবর্তে নতুন দুইটি বিষয় যুক্ত করা হয়েছে। সেগুলো হলো : বিশ্লেষন দক্ষতা(বা মানসিক দক্ষতা) ও সমস্যা সমধান দক্ষতা (অথবা বলতে পারেন গাণিতক যুক্তি )
বিভিন্ন ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা :
| ইউনিট /উপ-ইউনিট | বিভাগ | নূন্যতম জিপিএ | মোট জিপিএ (চতুর্থ বিষয়সহ ) |
|---|---|---|---|
| ক ইউনিট | বিজ্ঞান | এস.এস.সি: ৩.৫০ ও এইস.এস.সি : ৪.০০ | ৮.২৫ |
| খ ও খ১ ইউনিট | বিজ্ঞান | ৩.৫০ | ৭.৫০ |
| মানবিক | ৩.০০ | ৭.০০ | |
| ব্যবসায় | ৩.৫০ | ৭.৫০ | |
| গ ইউনিট | ব্যবসায় | ৩.৫০ | ৮.০০ |
| ঘ ইউনিট | সব গ্রুপ | ৩.৫০ | ৭.৫০ |
| ঘ১ ইউনিট | সব গ্রুপ | ২.৫০ | ৬.০০ |
বিভিন্ন ইউনিটের পরীক্ষার তারিখ:
| ইউনিট/উপ-ইউনিট | Admission Date | বার |
|---|---|---|
| ক ইউনিট | ০২ মার্চ ২০২৪ | শনিবার |
| খ ইউনিট | ০৮ মার্চ ২০২৪ | শুক্রবার |
| গ ইউনিট | ০৯ মার্চ ২০২৪ | শনিবার |
| ঘ ইউনিট | ১৬ মার্চ ২০২৪ | শনিবার |
| খ১ উপ-ইউনিট | ০৩ মার্চ ২০২৪ | রবিবার |
| ঘ১ উপ-ইউনিট | ০৪ মার্চ ২০২৪ | সোমবার |
খ১ ও ঘ১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখ :
| বিভাগ/ ইনস্টিটিউট | তারিখ | বার |
|---|---|---|
| চারুকলা ইনস্টিটিউট | ১২ মার্চ ২০২৪ | মঙ্গলবার |
| নাট্যকলা বিভাগ | ১৩ মার্চ ২০২৪ | বুধবার |
| সংগীত বিভাগ | ১৪ মার্চ ২০২৪ | বৃহস্পতিবার |
| ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস | ১০ এবং ১১ মার্চ ২০২৪ | রবিবার ও সোমবার |
| বিঃদ্রঃ সকল ছাত্রছাত্রীকে স্বাস্থবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। | ||
চবি ভর্তি পরীক্ষার মানবণ্টন
ক ইউনিটের মানবণ্টন :
| বিষয় | MCQ |
|---|---|
| বাংলা | ১০ |
| ইংরেজি | ১৫ |
| পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত (যেকোনো ৩টি বিষয়ে উত্তর করতে হবে) |
২৫*৩=৭৫ |
খ ইউনিটের মানবণ্টন :
| বিষয় | MCQ |
|---|---|
| বাংলা | ৩০ |
| ইংরেজি | ৩০ |
| সাধারণ জ্ঞান | ৪০ |
বিঃদ্রঃ বিষয় পেতে হলে বাংলায় -৭, ইংরেজিতে-৫, সাধারণ জ্ঞানে-১৩ নূন্যতম পেতে হবে।
খ১ ইউনিটের মানবণ্টন :
| বিষয় | MCQ |
|---|---|
| বাংলা | ২৫ |
| ইংরেজি | ২৫ |
| সাধারণ জ্ঞান |
৫০ |
গ ইউনিটের মানবণ্টন : (নতুন মানবণ্টন)
| বিষয় | MCQ |
|---|---|
| ইংরেজি | ৪০ |
| বিশ্লেষন দক্ষতা | ৩০ |
| সমস্যা সমধান দক্ষতা/গাণিতক যুক্তি | ৩০ |
ঘ ইউনিটের মানবণ্টন :
| বিষয় | MCQ |
|---|---|
| বাংলা | ৩০ |
| ইংরেজি | ৩০ |
| সাধারণ জ্ঞান /গণিত /অর্থনীতি | ২০ |
| মানসিক দক্ষতা | ২০ |
বিঃদ্রঃ বিষয় পেতে হলে বাংলা -৮, ইংরেজি-৮,মানসিক দক্ষতা -৭ সাধারণ জ্ঞান /গণিত /অর্থনীতি-৭ নূন্যতম পেতে হবে
ঘ১ ইউনিটের মানবণ্টন :
| বিষয় | MCQ |
|---|---|
| বাংলা | ৩৫ |
| ইংরেজি | ৩০ |
| সাধারণ জ্ঞান |
৩৫ |
| ব্যবহারিক | |
| ফিল্ড টেস্ট | ২০ |
| খেলাধুলা সনদ | ১০ |
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

ধন্যবাদ, খুব ঘুচানো ছিল
সুন্দর পোস্ট