CU Admission Notice 2023-2024 | চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

 

CU Admission Notice 2023-2024 |


প্রিয় শিক্ষার্থীবৃন্দ ,
তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ।  তোমাদের জন্য সুখবর।  ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চবি কর্তৃপক্ষ।
  • যারা ২০২০ বা ২০২১ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন এবং যারা ২০২২-২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন তারা ( নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে) বিভিন্ন ইউনিটে আবেদন করতে পারবেন।
  • ইউনিট বা উপ- ইউনিটের আবেদন ফি :- ৯০০ টাকা ( প্রসেসিং ফ্রী প্রযোজ্য)
  • ভর্তি আবেদনকারী ছাত্ররা  এই ফি বিকাশ বা রকেটের মাধ্যেমে জমা দিতে পারবে।
  • ভর্তি পরিক্ষার আবেদন শুরু হবে :- ৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) দুপুর ১২.৩০টা থেকে
  • ভর্তি পরিক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হবে :-১৮ জানুয়ারি ২০২৪ খিস্টাব্দ (বৃহস্পতিবার) রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
  • আবেদন ফি জমা দেয়ার সময়:- ২০ জানুয়ারি ২০২৪ খিষ্টাব্দ ( শনিবার) রাত ১১.৫৯ পর্যন্ত। 
  • ভর্তি আবেদন করতে:-
  • https://admission.cu.ac.bd


    আবেদনের সময়সীমা 

    আবেদন শুরু হবে : ০৪ জানুয়ারী ২০২৪

     আবেদনের শেষ সময় : ১৮ জানুয়ারি ২০২৪

    আবেদনের ফি  পরিশোধের শেষ  সময় : ২০ জানুয়ারি ২০২৪

    ভর্তি পরিক্ষার সময়কাল : ০২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত 

    Admit Card Download শুরু হবে :

    প্রত্যেক ইউনিটের আবেদন ফি  : ৯০০ টাকা 

    Admission Link : admission.eis.cu.ac.bd

    Admit Card Download Link 




    ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সাধারণ নিয়ম :-
    আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিটে ১০০ নম্বরের MCQ পরীক্ষা দিতে হবে এবং প্রজোয্য ক্ষেত্রে ব্যাবহারিক পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে ।


    ভর্তির যোগ্যতা:-
    যারা বাংলাদেশের কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ বা ২০২১ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষায় এবং ২০২২ বা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপশি বিভিন্ন ইউনিট ভর্তি পরীক্ষা যোগ্যতা (পয়েন্টস/CGPA)  আছে শুধুমাত্র তারা আবদেন করতে পারবে।

    নাম্বার কর্তন:- ভর্তি পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর থেকে প্রত্যেক ভুল উত্তর দেওয়ার জন্য ০.২৫ মার্ক কাটা হবে ।
    C ইউনিটের ক্ষেত্রে :- মোট প্রাপ্ত নম্বর থেকে ১ মানের প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা হবে এবং প্রতিটি ২ মানের প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.৫০ করে কাটা হবে ।

    ২য় বার পরীক্ষাথীদের নাম্বার কর্তন :- 
    যারা ২০২১ সালে SSC এবং ২০২৩ সালে HSC দেয়নি। অর্থাৎ যারা ২য় বার ভর্তি পরীক্ষা দিবে তাদের থেকে ৫ মার্ক কেটে নেয়া হবে ।



    ভর্তি বিজ্ঞপ্তিটি দেখুন :








    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
    • Sun flowers
      Sun flowers January 4, 2024 at 5:45 PM

      Thanks

    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url