UNESCO (ইউনেস্কো) থেকে গুরুত্বপূর্ণ MCQ ও Short Question পড়ুন



UNESCO MCQ SHORT QUESTIOn


আন্তর্জাতিক সংস্থা ও জোট

সংক্ষিপ্ত প্রশ্ন

 ১. ইউনেস্কো কি ধরনের সংস্থা ?

জাতিসংঘের একটি বিশেষ সংস্থা

 ২. ইউনেস্কোর মূল উদ্দেশ্য কী ?

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো।

 ৩. ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত কবে নেওয়া হয়?

১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।

 ৪. কখন ইউনেস্কো জাতিসংঘের সহায়ক সংস্থার স্বীকৃতি পায় ?

১৯৪৬ সালে ।

 ৫.ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

প্যারিসে অবস্থিত।

 ৬.ইউনেস্কোর কতটি সদস্য দেশ রয়েছে?

১৯৫টি সদস্য দেশ রয়েছে।

 ৭.ইউনেস্কোর মহাপরিচালক বর্তমানে কে?

আদ্রে আজুলে।

 ৮. ইউনেস্কোর প্রতিষ্ঠাকাল কবে?

৪ নভেম্বর, ১৯৪৫।

 ৯.ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসের কোন স্থানে অবস্থিত?

প্লেস ডি ফন্টেনয় এ অবস্থিত।

 ১০.ইউনেস্কোর ফিল্ড অফিস কত ধরনের শ্রেণিতে শ্রেণিবদ্ধ করা হয়েছে?

চারটি প্রাথমিক অফিস ধরনের শ্রেণিতে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

 ১১.ইউনেস্কোর ফিল্ড অফিসের প্রকারগুলি কি কি?

ক্লাস্টার অফিস, জাতীয় অফিস, আঞ্চলিক বিউরাস এবং যোগাযোগ অফিস।

 ১২. ইউনেস্কো কত ধরনের পুরস্কার প্রদান করে?

২২ ধরনের পুরস্কার প্রদান করে।

 ১৩.ফেলিক্স হোফোয়েট-বোইগনি পুরস্কার কিসের জন্য প্রদান করা হয়?

শান্তি বিষয়ে।

 ১৪. বিজ্ঞানে নারীদের জন্য কোন ইউনেস্কো পুরস্কারটি প্রদান করা হয়?

এল'ওরেল-ইউনেস্কো পুরস্কার।

 ১৫. ইউনেস্কো কোন সাহিত্য পুরস্কারগুলি প্রদান করে?

কিং সেজং সাহিত্য পুরস্কার এবং কনফুসিয়াস সাহিত্য পুরস্কার।

 ১৬. ইউনেস্কোর শিক্ষা পুরস্কারগুলির মধ্যে অন্যতম কোনটি?

আমির জাবের আল-আহমদ আল-জাবের আল-সাবাহ শিক্ষা পুরস্কার।

 ১৭.ইউনেস্কোর কোন ম্যাগাজিনটি "ইউনেস্কোর আদর্শ প্রচার, সংস্কৃতির মধ্যে সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম বজায় রাখা এবং আন্তর্জাতিক বিতর্কের জন্য একটি ফোরাম প্রদান করা" মিশনটি জানায়?

ইউনেস্কো কুরিয়ার ম্যাগাজিন।

 ১৮. ইউনেস্কো কুরিয়ার ম্যাগাজিনটি কখন থেকে অনলাইনে উপলব্ধ?

২০০৬ সালের মার্চ থেকে।

 ১৯. ইউনেস্কো কোন ত্রৈমাসিক জার্নালটি ১৯৯২ সালে বন্ধ করে দিয়েছিল?

সমাজের উপর বিজ্ঞানের ইমপ্যাক্ট।

 ২০. ইউনেস্কো কোন জার্নালটি ১৯৪৮ সাল থেকে প্রকাশ করে আসছে?

জাদুঘর আন্তর্জাতিক ত্রৈমাসিক।

 ২১.ইউনেস্কো প্রতিষ্ঠার পর প্রথম মহাপরিচালক কে ছিলেন?

জুলিয়ান হাক্সলি

 ২২. ইউনেস্কোর পূর্ণরূপ কী?

জাতিসংঘ শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা

 ২৩. ইউনেস্কো কুরিয়ার ম্যাগাজিনের প্রকাশের সময়সীমা কী ছিল?

২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে।

 ২৪. ইউনেস্কো কি ধরনের সংস্থা হিসেবে বিবেচিত হয়?

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।

 ২৫. ইউনেস্কোর মূল কার্যালয়ের অবস্থান কোন দেশে?

ফ্রান্সে।


Multiple Choice Questions (MCQ)
0%
Question 1: ইউনেস্কো কি ধরনের সংস্থা? ?
A) বেসরকারি সংস্থা
B) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা
C) আন্তর্জাতিক বিচার আদালত
D) আন্তর্জাতিক অর্থ সংস্থা
Explanation: জাতিসংঘের একটি বিশেষ সংস্থা


Question 2: ইউনেস্কো প্রতিষ্ঠার পর প্রথম মহাপরিচালক কে ছিলেন?
A) জুলিয়ান হাক্সলি
B) রেনে মাহু
C) লুথার ইভান্স
D) আমাদু-মাহতার এম
Explanation: জুলিয়ান হাক্সলি


Question 3: ফেলিক্স হোফোয়েট-বোইগনি পুরস্কার কিসের জন্য প্রদান করা হয়
A) সাহিত্য
B) বিজ্ঞান
C) শিক্ষা
D) শান্তি
Explanation: শান্তি


Question 4: ইউনেস্কো কত ধরনের পুরস্কার প্রদান করে?
A) ১০
B) ১৭
C) ১৯
D) ২২
Explanation: ২২ ধরনের



Question 5: ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসের কোন স্থানে অবস্থিত?
A) শঁজেলিজে
B) প্লেস ডি ফন্টেনয়
C) আইফেল টাওয়ার
D) লুভ্র মিউজিয়াম
Explanation: প্লেস ডি ফন্টেনয়


Question 6: ইউনেস্কোর প্রতিষ্ঠাকাল কবে?
A) ৬ নভেম্বর, ১৯৪৫
B) ৪ নভেম্বর, ১৯৪৫
C) ৫ নভেম্বর, ১৯৪৫
D) ৩ নভেম্বর, ১৯৪৫
Explanation: ৪ নভেম্বর, ১৯৪৫

Question 7: ইউনেস্কো কবে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে?
A) ১৯৪৬
B) ১৯৪৫
C) ১৯৪৪
D) ১৯৪৭
Explanation:  ১৯৪৬ সালে


Question 8: ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A) লন্ডন
B) নিউ ইয়র্ক
C) জেনেভা
D) প্যারিস
Explanation: প্যারিস




Question 9: ইউনেস্কোর কতটি সদস্য দেশ রয়েছে?
A) ১৮৫
B) ১৯৫
C) ১৯০
D) ২০০
Explanation: ১৯৫ টি



Question 10: ইউনেস্কোর ফিল্ড অফিস কত ধরনের শ্রেণিতে শ্রেণিবদ্ধ করা হয়েছে?
A) চারটি
B) দুইটি
C) তিনটি
D) পাঁচটি
Explanation: চারটি




     


Report Card


Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--


আরো পড়ুন :  টপিক ১ : প্রস্তর যুগ ,ধাতুর যুগ ও নৃগোষ্ঠী নিয়ে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ২ : সভ্যতার উত্তরণ ও মেসোপটেমিয়া সভ্যতা - সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় ,ক্যালডীয় নিয়ে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ৩ : প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ


আরো পড়ুন :  টপিক ৪ : প্রাচীন সিন্ধু সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ দেখুন


আরো পড়ুন :  টপিক ৫ : প্রাচীন ফিনিশীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url