একাদশ শ্রেণীর নতুন কলেজে ভর্তির জন্য যেসব কাগজপত্র প্রয়োজন ২০২৪
একাদশ শ্রেণীর কলেজে ভর্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন ?
প্রিয় শিক্ষারথীবৃন্দ ,
২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণী কলেজ ভর্তি হওয়ার জন্য শিক্ষারথীবৃন্দকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানা উচিত তা না হলে ভর্তি হওয়ার সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারো । ছাত্ররা যাতে কোন প্রকার ঝামেলা ছাড়াই ভর্তি হতে পারে সেজন্য কলেজ ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে আলোচনা করছি। তাই নিচে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে তা বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:-
➥ কলেজে ভর্তির জন্য যেসব কাগজপত্র প্রয়োজন :
ভর্তি-ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি পর্যন্ত কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম সিলেক্ট করতে পারবে । এদের মধ্যে থেকে উত্তীর্ণ প্রার্থীরা যাতে সহজেই কলেজে ভর্তি হতে পারে এর জন্য আমরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগতে পারে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদান করছি।
➥ সাধারণত ভর্তি ডকুমেন্টগুলোকে তিন ভাগে ভাগ করা যায় অথবা ৩ ধরনের কলেজের ভিত্তিতে ভাগ করা যায় যথা:
১. সাধারণ কলেজ(সরকারী/বেসরকারি)
২. ক্যান্টনমেন্ট কলেজ(সেনানিবাস এলাকায় অবস্থিত একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান)
৩. মিশনারী কলেজ(খ্রিষ্টান মিশনারী কলেজ)
১.সাধারণ কলেজে ভর্তির জন্য যেসব কাগজপত্র প্রয়োজন:
⦿ প্রথম যে ডকুমেন্টসটি হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ১ কপি ফটোকপি।
⦿ মাইগ্রেশন কার্ড ও এর ১ কপি ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে।
⦿ দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি(সত্যায়িতসহ), দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পিতা-মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজের ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
বি:দ্র: ছবি অবশ্যই সত্যায়িতসহ জমা দিতে হবে।
⦿ স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ১ কপি ফটোকপি ও কোটা সনদ(যদি থাকে)।
⦿ ভর্তির ফি জমা দিতে হবে।
⦿ ভর্তি নিশ্চয়ন শীটটি জমা দিতে হবে।
২.ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির জন্য যেসব কাগপত্রগুলো প্রয়োজন:
⦿ এসব কলেজর ক্ষেত্রে প্রথমে যে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে সেটি হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ১ কপি ফটোকপি সংযুক্ত করতে হবে।
⦿ সাথে মাইগ্রেশন কার্ড ও এর ১ কপি ফটোকপি, মার্কশিট ও এর ১ কপি ফটোকপি সংযুক্ত করা প্রয়োজন।
⦿ দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি(সত্যায়িতসহ), দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতা-মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
বি:দ্র: ছবি অবশ্যই সত্যায়িতসহ জমা দিতে হবে।
⦿ স্কুল থেকে সংগৃহীত প্রশংসাপত্রের ফটোকপি এবং ভর্তির ফি জমা দিতে হবে।
⦿ ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
⦿ কোটা সনদ হিসাবে তোমার পিতা মাতা যদি যেই ডিফেন্স বাহিনী তে কর্মরত আছেন সে ইউনিট প্রত্যয়ণ পত্রটি জমা দিতে হবে।
⦿ পিতা মাতা ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহন করলে সেক্ষেত্রে:- কোটা সনদ হিসাবে তোমার পিতা মাতার খালাসী বইয়ের ফটোকপি জমা দিতে হবে।
৩. মিশনারী কলেজে ভর্তির জন্য যেসব কাগপত্রগুলো প্রয়োজন:
⦿ এক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টসটি দিতে হবে সেটি হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ১ কপি ফটোকপি।
⦿ মাইগ্রেশন কার্ড ও এর ১ কপি ফটোকপি, মার্কশিট ও এর ১কপি ফটোকপি সংযুক্ত করতে হবে।
⦿ দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি(সত্যায়িত), দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতা-মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
⦿ স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ১কপি ফটোকপি ও কোটা সনদ(যদি থাকে)।
⦿ ভর্তির ফি জমা দিতে হবে।
⦿ ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
⦿ মিশনারী কলেজ গুলোর ক্ষেত্রে তাদের নিজস্ব ওয়েব সাইটে আবেদন ফরম পূর্ণ করে জমা দিতে হবে।
⦿ ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Helpful