নিচের লেখাগুলো পড়ুন
প্রাচীন পারস্য সভ্যতা
✒ সংক্ষিপ্ত প্রশ্ন :
১. আজকের কোন দেশীটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল ?
ইরান
২. পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক কে ছিলেন ?
দারিয়ুস
৩. পারসিক ধর্মের প্রবর্তক কে ?
জরথ্রুস্ট
৪. প্রাচীন ইতিহাসে পারস্যদের অবদান কোন ক্ষেত্রে ?
ধর্মীয় ক্ষেত্রে
৫. পারস্যরা কতটা কিউনিফর্ম বর্ণ আবিষ্কার করেছিলেন ?
৩৯টি
৬. পারস্য থেকে ইরান নামকরণ করা হয় কত সালে ?
১৯৩৫ সালে
৭. জরথ্রুস্ট কোন ধর্মের প্রবর্তণ করেন ?
জরথ্রুস্টবাদ
৮. মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করতো কারা ?
পারস্যরা
৯. কে দিনপঞ্জিকা আবিষ্কার করেছিলেন ?
দারিয়ুস
১০. আকামেনিড সাম্রাজ্যের রাজধানী কোথায় ?
পাসপোলিস
১১. পারস্য সভ্যতা গড়ে উঠেছিলো কখন ?
৬০০ খিস্টপূর্বে
১২. পারস্য সভ্যতার গুরুতূপূর্ণ নিদর্শণ কোনটি ?
কাইরাসের সমাধি
১৩. পারস্য সভ্যতাকে আরোও যে নামে বলা হয় -
একমেনিড সভ্যতা
১৪. কাইরাস কখন দক্ষিণ পারস্যের রাজা হন ?
খিস্টপূর্বে ৫৫৯ অব্দে
১৫. পারস্য সাম্রাজ্য জয় করে নেন কে ?
গ্রিক বীর আলেক্সজান্ডার (৩০০ খিস্টপূর্ববব্দে )
এবার নিজে চেষ্টা করুন
Question 1: আজকের কোন দেশীটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল ?
A) ইরাক
B) ইরান
C) মিশর
D) লিবিয়া
Explanation: আজকের ইরান দেশীটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল
Question 2: মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করতো কোন ধর্মালম্বীরা ?
A) বাহাই
B) শিনটো
C) জৈব
D) জোরোষ্ঠীয়
Explanation: মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করতো জোরোষ্ঠীয়
Question 3: পারসিক ধর্মের প্রবর্তক কে ?
A) গোতম বুদ্ধ
B) বর্ধমান মহাবীর
C) আইড্রো
D) জরথ্রুস্ট
Explanation: পারসিক ধর্মের প্রবর্তক জরথ্রুস্ট
Question 4: Persepolis কোথায় অবস্থিত ?
A) India
B) Italy
C) Greece
D) Iran
Explanation: Persepolis অবস্থিত ইরানে
Question 5: পারস্য জয় করেন কে ?
A) চেঙ্গিস খান
B) আলেকজান্ডার
C) শেরশাহ
D) সম্রাট বাবর
Explanation: পারস্য জয় করেন আলেকজান্ডার
Question 6: পারস্য সভ্যতা গড়ে উঠেছিলো কখন ?
A) ৫০০ খিস্টপূর্বে
B) ৬০০ খিস্টপূর্বে
C) ৬৫০ খিস্টপূর্বে
D) ৪৫০ খিস্টপূর্বে
Explanation: পারস্য সভ্যতা গড়ে উঠেছিলো ৬০০ খিস্টপূর্বে
Question 7: কে দিনপঞ্জিকা আবিষ্কার করেছিলেন ?
A) দারিয়ুস
B) কাইরাস
C) উর নামু
D) হাম্মু -রাব্বি
Explanation: দারিয়ুস দিনপঞ্জিকা আবিষ্কার করেছিলেন
Question 8: পারস্য থেকে ইরান নামকরণ করা হয় কত সালে ?
A) ১৯৪০ সালে
B) ১৯৪৫ সালে
C) ১৯৩০ সালে
D) ১৯৩৫ সালে
Explanation: পারস্য থেকে ইরান নামকরণ করা হয় ১৯৩৫ সালে
Question 9: পারস্যরা কতটা কিউনিফর্ম বর্ণ আবিষ্কার করেছিলেন ?
A) ৩৬টি
B) ৩৯ টি
C) ২৬ টি
D) ১৯ টি
Explanation: পারস্যরা ৩৯টি কিউনিফর্ম বর্ণ আবিষ্কার করেছিলেন
Question 10: পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক কে ছিলেন ?
A) দারিয়ুস
B) কাইরাস
C) জরথ্রুস্ট
D) বর্ধমান মহাবীর
Explanation: পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন দারিয়ুস
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
--
আরো পড়ুন : টপিক ১ : প্রস্তর যুগ ,ধাতুর যুগ ও নৃগোষ্ঠী নিয়ে গুরুতূপূর্ণ MCQ
আরো পড়ুন : টপিক ২ : সভ্যতার উত্তরণ ও মেসোপটেমিয়া সভ্যতা - সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় ,ক্যালডীয় নিয়ে গুরুতূপূর্ণ MCQ
আরো পড়ুন : টপিক ৩ : প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ
আরো পড়ুন : টপিক ৪ : প্রাচীন সিন্ধু সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ দেখুন
আরো পড়ুন : টপিক ৫ : প্রাচীন ফিনিশীয় সভ্যতা থেকে গুরুতূপূর্ণ MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url